Samsung Galaxy A22: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন ফোন, দেখুন দাম ও ফিচার
একটিই স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এখন এই ফোন কেনা যাচ্ছে।
ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোন। স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই নতুন মডেলে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটারড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানেই ফিট করা রয়েছে সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে ৯০Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। এই ফোনে রয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও। ইউরোপে সর্বপ্রথম স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোন লঞ্চ হয়েছিল। সেখানে অবশ্য এই ফোনের ৫জি ভ্যারয়েন্ট লঞ্চ হয়েছিল। যদিও ভারতে ৪জি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ২১ মডেলের সাকসেসর ফোন হল গ্যালাক্সি এ২২।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনের দাম
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৪৯৯ টাকা। কালো এবং মিন্ট রঙে পাওয়া যাচ্ছে ফোন। একটিই স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এখন এই ফোন কেনা যাচ্ছে। অন্যান্য রিটেল সংস্থার মাধ্যমেও দ্রুত এই ফোন বিক্রি শুরু হবে বলে মনে করা হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এ২২ মডেলের বিভিন্ন ফিচার
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ এবং One UI 3.1 Core সফটওয়্যারের সাহায্যে।
- এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz।
- স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোনে রয়েছে একটি octa-core প্রসেসর।
- এই ফোনে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনে কোয়াড রেয়ার ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেনসর।
- এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ৪জি পরিষেবার এই ফোনের ব্যাটারি ৫০০০mAh। ৪জি নেটওয়ার্কে ৩৮ ঘণ্টা ‘টক টাইম’ দেয় এই ফোন। ব্যাটারির সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জিং সাপোর্ট।
- ফোনের ওজন ১৮৬ গ্রাম। রয়েছে একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও ওয়াই-ফাই 802.11ac, ব্লুটুথ ভি ৫.০, জিপিএস / এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে এই ফোনে।
আরও পড়ুন- Samsung Galaxy F22: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি ‘এফ’ সিরিজের চতুর্থ ফোন, লঞ্চ হবে ৬ জুলাই