Galaxy A25 লঞ্চের পরেই Galaxy A34-এর দাম 2,000 টাকা কমাল Samsung

Galaxy A34 ফোনের মোট দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ফোনটি যে সময় লঞ্চ করা হয়েছিল, সে সময় 8GB+128GB এবং 8GB+256GB মডেল দুটির দাম ছিল যথাক্রমে 30,999 টাকা এবং 32,999 টাকা। এখন এই দুটি ভ্যারিয়েন্টের দামই 2,000 টাকা করে কমানো হয়েছে। ফলে, Galaxy A34 এর স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে 28,999 টাকা এবং 30,999 টাকায় পাওয়া যাবে।

Galaxy A25 লঞ্চের পরেই Galaxy A34-এর দাম 2,000 টাকা কমাল Samsung
নতুন ফোন এনে পুরনো ফোনের দাম কমাল স্যামসাং।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 1:45 PM

Samsung দেশের বাজারে সম্প্রতি দুটি মিড-রেঞ্জ স্মার্টফোন নিয়ে এসেছে। সেই ফোন দুটি হল Samsung Galaxy A15 5G ও Galaxy A25। নতুন দুটি ফোন লঞ্চ করার পাশাপাশি ব্র্যান্ডটি আরও একটি জনপ্রিয় গ্যালাক্সি ফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল। এখন আপনি যদি নতুন ফোন কেনার চিন্তাভাবনা করেন, তাহলে Galaxy A34 আপনার জন্য খুবই ভাল একটি অপশন হতে পারে। চলতি বছরের মার্চেই ফোনটি দেশে লঞ্চ করা হয়েছিল। মোট দুটি ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের। Galaxy A34 ফোনের দাম 2,000 টাকা কমানো হয়েছে।

Samsung Galaxy A34: নতুন দাম কত হল

Galaxy A34 ফোনের মোট দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ফোনটি যে সময় লঞ্চ করা হয়েছিল, সে সময় 8GB+128GB এবং 8GB+256GB মডেল দুটির দাম ছিল যথাক্রমে 30,999 টাকা এবং 32,999 টাকা। এখন এই দুটি ভ্যারিয়েন্টের দামই 2,000 টাকা করে কমানো হয়েছে। ফলে, Galaxy A34 এর স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে 28,999 টাকা এবং 30,999 টাকায় পাওয়া যাবে।

লাইট গ্রিন, ব্ল্যাক, সিলভার এবং লাইট ভায়োলেটের মতো একাধিক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। তবে আর একটি আকর্ষণীয় অফার রয়েছে এই ফোনের সঙ্গে। Galaxy A34 ফোনটি যাঁরা অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ক্রয় করবেন, তাঁরা 1,500 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়ে যাবেন।

Samsung Galaxy A34: ফিচার ও স্পেসিফিকেশন

পারফরম্যান্সের দিক থেকে Galaxy A34 ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসরের সাহায্যে। এই চিপসেটটি পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে। রয়েছে একটি 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080 X 2400 পিক্সেল। এছাড়া ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেটও দিতে পারে।

ওয়াটার-রেজ়িস্ট্যান্ট ডিজ়াইনের এই ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম। দেওয়া হয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 48MP। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 5MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হচ্ছে 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর।