ভারতে লঞ্চ হল Samsung Galaxy M32, দেখে নিন এই ফোনের দাম এবং ফিচার
কালো এবং হাল্কা নীল, এই দুই রঙে ভারতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে।
ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের নতুন ফোন। স্যামসাং গ্যালাক্সি এম৩২ স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে আগে থেকেই ইনস্টল করা রয়েছে স্যামসাং পে মিনি অ্যাপ। এছাড়াও প্রাইভেসি এবং সুরক্ষার জন্য রয়েছে AltZLife মোড। এর পাশাপাশি জানা গিয়েছে, সিনেমা দেখা, গেম খেলা এবং সোশ্যাল মিডিয়া স্ক্রল করার ক্ষেত্রে এই ফোন ব্যবহার করে ইউজাররা দারুণ অভিজ্ঞতা পাবেন।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনের দাম
- এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা।
- ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা
কালো এবং হাল্কা নীল, এই দুই রঙে ভারতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং দেশের অন্যান্য রিটেল স্টোর থেকে এই ফোন কেনা সম্ভব। অ্যামাজনের তালিকা অনুযায়ী ২৮ জুন থেকে শুরু হবে ফোনের বিক্রি।
স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনের বিভিন্ন ফিচার
- এই ফোনের ব্যাটারি ৬০০০mAh। এর সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ফিচার রয়েছে। তবে ফোনের বাক্সে ১৫ ওয়াটের চার্জার থাকছে।
- এই স্মার্টফোনে থাকবে Samsung Galaxy M32 include MediaTek Helio G80 প্রসেসর।
- ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো সম্ভব। সেই সঙ্গে রয়েছে ৬ জিবি পর্যন্ত র্যাম।
- স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোন চলবে অ্যানড্রয়েড ১১ এবং One UI 3.1- এর সাহায্যে। ফোনের ওজন ১৯৬ গ্রাম।
- ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রিফ্রেশ রেট ৯০Hz।
- স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর।
- এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি শুটার।
- কানেকটিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি এলটিই পরিষেবা। সেই সঙ্গে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চের আগে অনলাইনে প্রকাশ হল Vivo V21e 5G ফোনের দাম এবং স্টোরেজ কনফিগারেশন