অর্ধেক দামে কিনে নিন Samsung Galaxy Z Flip3 5G, মিলছে 51,000 টাকার ডিসকাউন্ট

Samsung Galaxy Z Flip3 5G Price: এই সেলে আপনি যদি Samsung-এর একটি ফ্লিপ ফোন কিনতে চান, কিনে নিতেই পারেন। অনেক কমে আপনি Samsung Galaxy Z Flip3 5G ফোনটি পেয়ে যাবেন।

অর্ধেক দামে কিনে নিন Samsung Galaxy Z Flip3 5G, মিলছে 51,000 টাকার ডিসকাউন্ট
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 1:39 PM

Samsung Galaxy Z Flip3 5G Offers: বর্তমানে অনেকেই অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন। তাই ই-কমার্স সাইটগুলি একের পর এক বিরাট অফার দেয়। সেই মতোই Flipkart-এ বিগ সেভিং ডেস (Big Savings Days) সেল শুরু হয়ে গিয়েছে। এই সেল চলাকালীন আপনি অনেক স্মার্টফোনই কম দামে কিনতে পারবেন। সেলটি 10 মে পর্যন্ত চলবে। তবে এই সেলে আপনি যদি Samsung-এর একটি ফ্লিপ ফোন কিনতে চান, কিনে নিতেই পারেন। অনেক কমে আপনি Samsung Galaxy Z Flip3 5G ফোনটি পেয়ে যাবেন। Samsung-এর ফ্লিপ ফোনগুলির দাম তুলনামূলকভাবে বেশি। তাই অনেক প্ল্যান করেও কিনে উঠতে পারেন না। এবার তাদের কাছে এই সুযোগ এসে গিয়েছে সস্তায় এই ফোন কেনার। ফোনটি আপনি মাত্র 18,749 টাকায় কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক আপনি এি ফোনটিতে কী-কী অফার পাবেন।

Samsung Galaxy Z Flip3 5G-এ কী-কী অফার রয়েছে?

এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 95,999 টাকা। তবে এটি 44,999 টাকায় কেনা যাবে। কারণ এতে 51,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও আপনি এই ফোনে ব্যাঙ্ক এবং ইএমআই অফারও পেয়ে যাবেন। Samsung Axis Bank ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 10 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে SBI ক্রেডিট পেমেন্ট করলে 10 শতাংশের ইন্সট্যান্ট ছাড় পেয়ে যাবেন। এমনকি এটি নো কস্ট ইএমআই-তেও কেনা যাবে। এর জন্য আপনাকে প্রতি মাসে 7,500 টাকা দিতে হবে। স্ট্যান্ডার্ড ইএমআই-এ কিনলে প্রতি মাসে 1,560 টাকা দিতে হবে।

এখানেই শেষ নয়, এই অফারে এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে এতে 26,250 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালুর পর এই ফোনটি 18,749 টাকায় কিনতে পারবেন। তবে তার জন্য আপনার পুরনো ফোনটির অবস্থা ভাল থাকতে হবে।

কেন কিনবেন এই ফোন?

ফোনটিতে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ রয়েছে। এটিতে একটি 6.7-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি 12 মেগাপিক্সেলের এবং দ্বিতীয়টিও 12 মেগাপিক্সেলের। ফোনটির সামনে 10 মেগাপিক্সেলের ডিসপ্লে রয়েছে। এছাড়াও এতে একটি 3300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।