13,000 টাকারও কম দামে Galaxy A04 ও Galaxy A04e লঞ্চ করল Samsung, দামি ফোনের একাধিক ফিচার কম দামেই

Galaxy A04-এর 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা এবং 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা। Galaxy A04e-র 4GB+128GB, 3GB+64GB এবং 3GB+32GB স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে 11,499 টাকা, 9,999 টাকা এবং 9,299 টাকা।

13,000 টাকারও কম দামে Galaxy A04 ও Galaxy A04e লঞ্চ করল Samsung, দামি ফোনের একাধিক ফিচার কম দামেই
বাজেট সেগমেন্টে স্যামসাংয়ের নতুন দুই ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2022 | 6:08 PM

Samsung ভারতে সস্তার দুটি ফোন লঞ্চ করল। লেটেস্ট মডেল দুটির নাম Galaxy A04 এবং Galaxy A04e। বাজেট-মিড রেঞ্জ ক্যাটেগরির এই দুই ফোনে এমনই কিছু ফিচার রয়েছে, যেগুলি সাধারণত একটু দামি ফোনে দেখা যায়। ফোন দুটির প্রসেসর একই। RAM Plus ফিচারের মাধ্যমে এই দুই ফোনেই 8GB পর্যন্ত র‌্যামের অপশন রয়েছে। Samsung Galaxy A04 এবং Galaxy A04e ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক হেলিও P35 CPU, যার সর্বাধিক ক্লক স্পিড 2.3GHz। এছাড়া দুটি ডিভাইসেই সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক অপারেটিং সিস্টেম।

Samsung Galaxy A04 এবং Galaxy A04e: দাম ও উপলব্ধতা

Samsung Galaxy A04 ফোনের দুটি স্টোরেজ কনফিগারেশন এবং তিনটি কালার অপশন রয়েছে: সবুজ, কপার এবং কালো। Galaxy A04-এর 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা এবং 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা।

অন্য দিকে Galaxy A04e ফোনটি লঞ্চ করা হয়েছে লাইট ব্লু এবং কপার এই দুই রঙে। ফোনটির তিনটি স্টোরেজ অপশন রয়েছে। Galaxy A04e-র 4GB+128GB, 3GB+64GB এবং 3GB+32GB স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে 11,499 টাকা, 9,999 টাকা এবং 9,299 টাকা।

Samsung Galaxy A04 এবং Galaxy A04e: ক্যামেরা

Galaxy A04-এ রয়েছে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা। অন্য দিকে Galaxy A04e ফোনে ডুয়াল 13MP ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি স্মার্টপোনেই ব্যাক ডেপথ লাইভ ফোকাস ক্যামেরা এবং সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। এছাড়া, উভয় ফোনেরই ক্যামেরা স্লো-মোশন এবং প্যানোরমা ফাংশনের মতো জরুরি ফিচার সাপোর্ট করে।

Samsung Galaxy A04 এবং Galaxy A04e: ডিসপ্লে

Samsung Galaxy A04 এবং Galaxy A04e ফোন দুটিতে 6.5 ইঞ্চির ইনফিনিটি-ভি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার ঠিক উপরের অংশে রয়েছে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ।

Samsung Galaxy A04 এবং Galaxy A04e: ব্যাটারি ক্ষমতা

Galaxy A04 এবং Galaxy A04e এই দুই ফোনেই রয়েছে শক্তিশালী 5,000mAh ব্যাটারি। স্মার্টফোনের রিটেল প্যাকেজের সঙ্গে দেওয়া হয়েছে Type-C ফাস্ট চার্জার। অতিরিক্ত ফিচার হিসেবে এতে অ্যাডাপ্টিভ পাওয়ার সেভিং মোড রয়েছে। এই ফিচারের সাহায্যে আপনি যতই ফোন ব্যবহার করুন না কেন, একটু হলেও ব্যাটারি বাঁচাতে পারবেন।