ইনফিনিক্স জিরো এক্স ফোনে থাকতে পারে ১৬০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট
অন্যদিকে আবার শোনা গিয়েছে, শাওমি ২০০ ওয়াটের চার্জিং সাপোর্ট সমেত ফোন নিয়ে আপাতত কাজ করছে। এর পাশাপাশি সম্প্রতি USB IF ঘোষণা করেছে, USB Power Delivery পাওয়ার রেঞ্জ বাড়াতে চাইছে। সর্বোচ্চ পাওয়ার রেঞ্জ ১০০ ওয়াট থেকে ২৪০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে চাইছে তারা।
১৬০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন। শোনা যাচ্ছে, ইনফিনিক্স জিরো এক্স ফোনেই থাকতে পারে এই অত্যাধুনিক চার্জিং সাপোর্ট। সেই সঙ্গে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকতে পারে এই ফোনে। সম্প্রতি ইনফিনিক্স ইন্ডিয়ার তরফে টুইট করে জানানো হয়েছে যে তাদের সংস্থা একটি ডিভাইসের উপর কাজ করছে যেখানে ১৬০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
এর আগেও অনলাইনে বিভিন্ন সূত্র মারফৎ ইনফিনিক্সের ফোনে ১৬০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা প্রকাশ হয়েছিল। তা নিয়ে উঠেছিল অনেক প্রশ্নও। এছাড়া leakster Ice Universe- ও জানিয়েছিল যে ইনফিনিক্সের আগামী ফোনের মডেলের নাম ইনফিনিক্স জিরো এক্স। সেখানে ১৬০ ওয়াটের ওয়্যার যুক্ত ফাস্ট চার্জিং সাপোর্টের পাশাপাশি ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টও থাকবে।
ইনফিনিক্স ইন্ডিয়ার টুইট
That's right. 160W charging! ⚡#Infinix pic.twitter.com/IlgMNaC9M3
— InfinixIndia (@InfinixIndia) June 21, 2021
বর্তমানে বিভিন্ন ফোনেই ১০০ ওয়াটের থেকে বেশি পরিমাপের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। যেমন- Huawei- এর ফোনে রয়েছে ১৩৫ ওয়াটের রেডি চার্জার। ওপ্পোর ফোনে রয়েছে একটি ১২৫ ওয়াটের চার্জার। রিয়েলমির ফোনেও রয়েছে একটি ১২০ ওয়াটের চার্জার। ১০০ ওয়াটের বেশি পরিমাপের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ব্ল্যাক শার্ক, রেড ম্যাজিক, ভিভো এবং iQOO ফোনেও। তবে ১৬০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এই প্রথম।
অন্যদিকে আবার শোনা গিয়েছে, শাওমি ২০০ ওয়াটের চার্জিং সাপোর্ট সমেত ফোন নিয়ে আপাতত কাজ করছে। এর পাশাপাশি সম্প্রতি USB IF ঘোষণা করেছে, USB Power Delivery পাওয়ার রেঞ্জ বাড়াতে চাইছে। সর্বোচ্চ পাওয়ার রেঞ্জ ১০০ ওয়াট থেকে ২৪০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে চাইছে তারা।
আরও পড়ুন- তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Mi 11 Lite ফোনের ৪ জি ভ্যারিয়েন্ট, দেখে নিন ফোনের দাম এবং ফিচার