তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Mi 11 Lite ফোনের ৪ জি ভ্যারিয়েন্ট, দেখে নিন ফোনের দাম এবং ফিচার

Jazz Blue, Tuscany Coral, Vinyl Black--- এই তিনটি রঙে ভারতে পাওয়া যাবে এমআই ১১ লাইট ফোন। ২৫ জুন দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনে প্রি-অর্ডার শুরু হবে। এছাড়াও Mi.com, এমআই হোম স্টোর এবং অন্যান্য রিটেল চ্যানেলে ২৮ জুন থেকে প্রথম সেল শুরু হবে। 

তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Mi 11 Lite ফোনের ৪ জি ভ্যারিয়েন্ট, দেখে নিন ফোনের দাম এবং ফিচার
দু'টি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে এমআই ১১ লাইট ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 11:26 AM

ভারতে লঞ্চ হয়েছে এমআই ১১ লাইট। শাওমির এই নতুন ফোন এমআই ১১ সিরিজের অন্তর্গত। গত মার্চ মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল এই ফোন। আপাতত এমআই ১১ লাইট ফোনের ৪ জি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে। যদিও গ্রাহকদের মধ্যে চাহিদা বাড়লে এই ফোনের ৫ জি ভ্যারিয়েন্টও লঞ্চ করা হবে বলে জানিয়েছেন, শাওমি ইন্ডিয়ার চিফ মনু কুমার জৈন।

ভারতে এমআই ১১ লাইট ফোনের দাম কত?

  • এমআই ১১ লাইট ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৯৯৯ টাকা।
  • ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে এই ফোনের দাম ২৩,৯৯৯ টাকা।

Jazz Blue, Tuscany Coral, Vinyl Black— এই তিনটি রঙে ভারতে পাওয়া যাবে এমআই ১১ লাইট ফোন। ২৫ জুন দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনে প্রি-অর্ডার শুরু হবে। এছাড়াও Mi.com, এমআই হোম স্টোর এবং অন্যান্য রিটেল চ্যানেলে ২৮ জুন থেকে প্রথম সেল শুরু হবে।

এমআই ১১ লাইট ফোনের বিভিন্ন ফিচার

  • এই ফোন অত্যন্ত হাল্কা এবং স্লিক ডিজাইনের। মাত্র ৬.৮ মিলিমিটার পুরু এই ফোনের ওজন ১৫৭ গ্রাম।
  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে MIUI 12 এবং অ্যানড্রয়েড ১১।
  • এমআই ১১ লাইট ফোনে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোলিরা গ্লাস ৫।
  • এই ফোনে রয়েছে octa-core Qualcomm Snapdragon 732G প্রসেসর। এছাড়াও রয়েছে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম।
  • এমআই ১১ লাইট ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সেনসর, একটি ৫ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। UFS 2.2 স্টোরেজ রয়েছে এমআই ১১ লাইট ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা বাড়ানো সম্ভব।
  • এমআই ১১ লাইট ফোনে রয়েছে IP53 সার্টিফিকেট। অর্থাৎ এমআই এর এই মডেল ধুলো এবং জলের ক্ষেত্রে রেসিসট্যান্ট।
  • ফোনের ব্যাটারি ৪২৫০mAh। তার সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • ডুয়াল স্পিকার রয়েছে এমাই ১১ লাইট ফোনে। সেই স্পিকারে রয়েছে হাই রেসোলিশনের অডিয়ো সাপোর্ট।

আরও পড়ুন- Jio 5G Phone: এই সপ্তাহেই লঞ্চ হতে পারে জিওর নতুন ৫জি স্মার্টফোন, কত দাম হবে এই ফোনের?