Vivo V27 Pro নাকি iQOO Neo 7, ফিচার থেকে দাম, সেরা কোন 5G স্মার্টফোন?

Vivo V27 Pro 5G vs iQOO Neo 7 5G: আপনি কি একটি নতুন ফোন কেনার প্ল্য়ান করছেন? আর বুঝে উঠতে পারছেন না, কোন কোম্পানির ফোন কিনবেন। তবে আপনাকে Vivo-এর V27 Pro এবং iQoo-এর Neo 7 সম্পর্কে জানানো হবে। তার তাদের মধ্য়ে তুলনা করে দেখানো হবে।

Vivo V27 Pro নাকি iQOO Neo 7, ফিচার থেকে দাম, সেরা কোন 5G স্মার্টফোন?
Vivo V27 Pro 5G vs iQOO Neo 7 5G:
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 12:30 PM

Vivo V27 Pro Price: Vivo হোক বা iQoo, ভারতীয় বাজারে উভয় কোম্পানিরই বেশ জনপ্রিয়তা লক্ষ করা যায়। দু’টি কোম্পানিরই বাজারে বাজেট ফোন থেকে শুরু করে অনেক দামের ফোন রয়েছে। আপনি কি একটি নতুন ফোন কেনার প্ল্য়ান করছেন? আর বুঝে উঠতে পারছেন না, কোন কোম্পানির ফোন কিনবেন। তবে আপনাকে Vivo-এর V27 Pro এবং iQoo-এর Neo 7 সম্পর্কে জানানো হবে। তার তাদের মধ্য়ে তুলনা করে দেখানো হবে। এই দুটিই মিড রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোন এবং বাজারে তাদের চাহিদাও বেশ বেশি। এছাড়াও, এই দুটি স্মার্টফোনই 5G সাপোর্ট করে। তাহলে জেনে নিন এই স্মার্টফোনগুলির মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে ভাল এবং কোনটি সাশ্রয়ীও। এছাড়াও এই দু’টি স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কেও জেনে নিন।

vivo v27 5g

Vivo V27 Pro 5G এবং iQOO Neo 7 5G এর দামের পার্থক্য:

Vivo V27 Pro 5G স্মার্টফোনটি দু’টি স্টোরেজ বিকল্পে বাজারে রয়েছে। এই স্মার্টফোনের 8GB Ram + 128GB স্টোরেজ ভ্য়ারিয়েন্টটি Flipkart-এ 9% ছাড়ে 37,999 টাকায় পাওয়া যাচ্ছে। আর এই স্মার্টফোনের 12GB Ram + 256GB স্টোরেজ ভ্য়ারিয়েন্টটি 39,999 টাকায় পাওয়া যাচ্ছে। এই দুটি স্মার্টফোনেই যথাক্রমে 9 এবং 11 শতাংশ ছাড় পেয়ে যাবেন। এই দুটি স্মার্টফোনেই 22,500 টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এছাড়াও উভয় স্মার্টফোনেই অনেক অফার দেওয়া হচ্ছে।

iQOO Neo 7 5G-এর দাম:

এছাড়াও আপনি Amazon থেকে 8GB Ram + 128GB এবং 12GB Ram + 256GB দুটি স্টোরেজ ভেরিয়েন্টে iQOO Neo 7 5G স্মার্টফোন কিনতে পারেন। এর Ram + 128GB ভ্য়ারিয়েন্টটি 29,999 টাকায় 14 শতাংশ ছাড়ে পাবেন। আর 12GB Ram + 256GB স্টোরেজ ভ্য়ারিয়েন্টটি 33,999 টাকায় কিনতে পারবেন। এই ভ্য়ারিয়েন্টে 13 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটিতে অনেক অফার দেওয়া হচ্ছে।

iqooo

ফিচার ও স্পেসিফিকেশনের পার্থক্য়:

প্রসেসর: Vivo V27 Pro 5G স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 দেওয়া হয়েছে। আর iQOO Neo 7 5G স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ দেওয়া হয়েছে।

ডিসপ্লে: Vivo V27 Pro 5G স্মার্টফোনটির ডিসপ্লে 6.78-ইঞ্চি-এর। আর AMOLED, HDR10+, 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। অন্য়দিকে iQOO Neo 7 5G স্মার্টফোনটিতে 6.78-ইঞ্চি ফুল HD+ AMOLED, HDR10+, 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

ক্যামেরা: Vivo V27 Pro 5G স্মার্টফোনটির পিছনের ক্য়ামেরা 50MP+8MP+2MP, আর সেলফির জন্য় 50MP ক্য়ামেরা রয়েছে। অন্য়দিকে iQOO Neo 7 5G স্মার্টফোনটিতে পিছনের ক্য়ামেরা 50MP+8MP+2MP, আর সামনের ক্য়ামেরা 50MP দেওয়া হয়েছে।

ব্যাটারি: ব্যাটারির তুলনা করতে গেলে, Vivo V27 Pro 5G স্মার্টফোনটিতে 4600mAh ব্যাটারি রয়েছে। যা 66W দ্রুত চার্জিং সাপোর্ট করে। আর iQOO Neo 7 5G স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে। যা 120W দ্রুত চার্জিং সাপোর্ট করে।