Xiaomi 12: শাওমি ১২ সিরিজের ফোনে থাকতে পারে তিনটি ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর!
চলতি বছর অর্থাৎ ২০২১ সালের শেষের দিকে লঞ্চ হতে পারে শাওমি ১২ ফোনের সিরিজ। সেই সঙ্গে এও শোনা গিয়েছে যে, শাওমির নতুন ১২ সিরিজের জন্য নাকি এর মধ্যেই প্রসেসর নির্মাণের কাজ শুরু করেছে Qualcomm সংস্থা।
শাওমি ১২ ফোনে থাকতে পারে তিনটি ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। অর্থাৎ ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সেনসর। শোনা গিয়েছে, চিনের ফোন নির্মাণ সংস্থা শাওমির নেকস্ট জেনারেশন ফ্ল্যাগশিপ অর্থাৎ আসন্ন ফোন হতে চলেছে সম্ভবত শাওমি ১২। ইতিমধ্যেই এই ফোন নিয়ে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে বলে খবর। তার মধ্যেই অনলাইনে এই ফোনের ক্যামেরা ফিচার প্রসঙ্গে আভাস পাওয়া গিয়েছে। আর সেখানেই বলা হয়েছে শাওমি ১২ ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেনসর। এছাড়াও শোনা যাচ্ছে যে এই রেয়ার ক্যামেরা সেটিংসে থাকতে পারে একটি 5x periscope setup। ভাল জুম কোয়ালিটি রেঞ্জে সমস্ত খুঁটিনাটি সমেত ছবি তোলার জন্য প্রয়োজন হবে এই সেটিংস। কিছুদিন আগেই আবার শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাদের আসন্ন প্রোডাক্ট থেকে ‘এমআই’ ব্র্যান্ড সরিয়ে দেবে। পরিবর্তে শুধু শাওমি লেখা হবে ওইসব ডিভাইসের নামে।
জনপ্রিয় চিনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনে জানিয়েছেন যে শাওমি ১২ ফোনে যে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে তার মধ্যে মেন সেনসর, আলট্রা ওয়াইড লেন্স এবং টেলিফটো লেন্স থাকবে। সবকটিই ৫০ মেগাপিক্সেলের হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই টিপস্টারের দাবি শাওমি সংস্থা 10x পেরিস্কোপিক লেন্স নিয়ে কাজ শুরু করেছে। তবে শাওমি ১২ ফোনে ৫০ মেগাপিক্সেলের টেলফটো সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আবার থাকতে পারে 5x পেরিস্কোপ লেন্স। সাধারণত এমন ফিচার কোনও স্মার্টফোনে দেখা যায় না। এর আগে এমআই ১১ আলট্রা ফোনে একটি ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স ছিল। কিন্তু শাওমি ১২ সম্ভবত প্রথম এমন মন ফোন হতে চলেছে যেখানে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রে 5x পেরিস্কোপ লেন্স থাকতে পারে।
চলতি বছর অর্থাৎ ২০২১ সালের শেষের দিকে লঞ্চ হতে পারে শাওমি ১২ ফোনের সিরিজ। সেই সঙ্গে এও শোনা গিয়েছে যে, শাওমির নতুন ১২ সিরিজের জন্য নাকি এর মধ্যেই প্রসেসর নির্মাণের কাজ শুরু করেছে Qualcomm সংস্থা। শোনা যাচ্ছে, Qualcomm- এর নেকস্ট জেনারেশনের প্রসেসর হতে চলেছে Qualcomm Snapdragon 895 SoC। সম্ভবত এই প্রসেসরই শাওমি ১২ সিরিজের বিভিন্ন মডেলে লক্ষ্য করা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও শাওমি এবং Qualcomm, এই দুই সংস্থা জুটি বেঁধে কাজ করেছে। টিপস্টার Ice Universe চিনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo- র মাধ্যমে জানিয়েছে, সম্ভবত ডিসেম্বর মাসের শুরুর দিকেই নিজেদের নতুন চিপসেট Snapdragon 895 SoC- র কথা ঘোষণা করবে Qualcomm সংস্থা। অনুমান, এর পর পরই হয়তো শাওমি ১২ সিরিজের লঞ্চের তথ্য প্রকাশ্যে আনবে শাওমি। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এমআই ১১ সিরিজ লঞ্চের সঙ্গে মিল থাকবে শাওমি ১২ সিরিজের।
আরও পড়ুন- Samsung Galaxy S22 Series: কবে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির নতুন স্মার্টফোন সিরিজ?