Xiaomi 12X: সস্তার ফোন নিয়ে আসছে শিয়াওমি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, কবে লঞ্চ করবে?
Xiaomi Cheapest Smartphone: শিয়াওমি ১২এক্স ফোনটি এই সিরিজের সবথেকে কম দামি ফোন হতে চলেছে। এই ফোনটির একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশনস লিক হয়েছে সম্প্রতি।
সস্তার ফোন লঞ্চ করতে ফের তোড়জোড় শুরু করে দিল শিয়াওমি। জল্পনা চলছে শিয়াওমি ১২ সিরিজে কোম্পানি একাধিক ফোন লঞ্চ করতে চলেছে। এর আগেই আমরা শিয়াওমি ১২ এবং শিয়াওমি ১২ আলট্রা সম্পর্কে একাধিক ফিচার্স এবং স্পেসিফিকেশনস জেনেছি। এই ফোন দুটি যে প্রিমিয়াম সেগমেন্টের হ্যান্ডসেট হতে চলেছে, তা-ও ইতিমধ্যে জানতে পেরেছি আমরা। এবার এই সিরিজেরই তৃতীয় একটি ফোন সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হল অনলাইনে। সেই তৃতীয় ফোনটির নাম শিয়াওমি ১২এক্স (Xiaomi 12X), যা এই সিরিজের তো বটেই তার সঙ্গে আবার হালফিলে কোম্পানির সবথেকে সস্তার ফোন হতে চলেছে।
IMEI ডেটাবেস লিস্টিং থেকে দেখার পরে টুইটারে এই ডিভাইসের নামটি শেয়ার করেন টিপস্টার ক্যাসপার স্ক্রিজ়িপেক। তিনি দাবি করেছেন, শিয়াওমি ১২এক্স স্মার্টফোনের কোডনেম ‘Psyche’। লিক থেকে জানা গিয়েছে, এই ফোনের মডেল নম্বর 2112123AG। জানা রাখা জরুরি যে, মডেল নম্বর সহযোগে কোনও স্মার্টফোন ডেটাবেসে লিস্টেড হওয়ার অর্থই হল তার লঞ্চিং আসন্ন। এ ক্ষেত্রে 2112123AG মডেল নম্বরের শিয়াওমি ১২ এক্স একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে, ফোনটি সর্বপ্রথম ইউরোপ, মিডল ইস্ট এবং বিশ্বের আরও বেশ কিছু প্রান্তে লঞ্চ করে যাবে।
তবে স্ক্রিজ়িপেক একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে, শিয়াওমি ১২এক্স ফোনটি আপাতত ভারতে আসার কোনও চান্স নেই। এর অর্থ হল ভারতে শিয়াওমি ১২এক্স ফোনটি লঞ্চ হতে পারে রেডমি বা পোকো ব্র্যান্ডিংয়ের আন্ডারে। বিশ্বে এই ফোনটি লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারেও চলে আসবে। এর আগেও বহু বার এই একই কাণ্ড ঘটেছে শিয়াওমি-র আরও একাধিক স্মার্টফোনের ক্ষেত্রে।
এদিকে এই টিপস্টার আবার শিয়াওমি ১২এক্স ফোনের একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে, এই শিয়াওমি ১২এক্স ফোনে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬.২৮ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যাতে ফুল এইচডি প্লাস স্ক্রিন রেজোলিউশন সাপোর্ট করবে।
মনে করা হচ্ছে, এই শিয়াওমি ১২এক্স ফোনটি ২০২২ সালের প্রথম দিকেই লঞ্চ করে যাবে। পাশাপাশি এর আগে একাধিক লিক থেকে জানা গিয়েছিল, কোম্পানি একটি আলট্রা মডেলও লঞ্চ করতে পারে, যার নাম এমআই ১১ আলট্রা। এছাড়াও এই শিয়াওমি ১২ সিরিজে থাকবে শিয়াওমি ১২ আলট্রা এনহ্যান্সড এডিশন নামক আর একটি স্মার্টফোন। আগেই আমরা জানতে পেরেছিলাম যে, বেশ কিছু স্মার্টফোনে লেইকা সেন্সর ব্যবহার করতে চলেছে শিয়াওমি। সূত্রের খবর, শিয়াওমি ১২ আলট্রা ফোনেই দেওয়া হবে সেই লেইকা ব্র্যান্ডিং।
এদিকে কোম্পানির তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, রেডমি নোট ১১৫জি ফোনটি ৩০ নভেম্বর লঞ্চ করবে। পাশাপাশি কোম্পানির পাইপলাইনে আরও বেশ কয়েকটি হ্যান্ডসেট রয়েছে, যেগুলি নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে লঞ্চ করবে। টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন, ভারতে ডিসেম্বর মাসে বেশ সকিছু শিয়াওমি ও রেডমি ফোন লঞ্চ করবে। কিন্তু কত তারিখ সেই ফোনগুলি আসবে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে রেডমি ব্র্যান্ডিংয়েই ভারতে ডিসেম্বরে একাধিক ফোন লঞ্চ করবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।