Mobile Tariff Hike 2023: নতুন বছরে বড় ধাক্কা, 10% পর্যন্ত মোবাইল রিচার্জ খরচ বাড়াতে চলেছে Jio ও Airtel

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 22, 2022 | 5:31 PM

Jefferies-এর একটি রিপোর্ট অনুযায়ী, পরবর্তী তিন আর্থিক বছরে (FY23, FY24 এবং FY25) Reliance Jio এবং Airtel তাদের ট্যারিফ খরচ 10% পর্যন্ত বাড়াতে পারে। রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে,আগামী তিন বছরে প্রতি বারের চতুর্থ কোয়ার্টারে ট্যারিফ খরচ বেশি দিতে হতে পারে গ্রাহকদের।

Mobile Tariff Hike 2023: নতুন বছরে বড় ধাক্কা, 10% পর্যন্ত মোবাইল রিচার্জ খরচ বাড়াতে চলেছে Jio ও Airtel
জিও, এয়ারটেল রিচার্জ প্ল্যানের দাম বাড়ছে...

Follow Us

Jio And Airtel: নতুন বছর শুরু হতেই মোবাইল রিচার্জের প্রিপেড ও পোস্টপেড খরচ বাড়তে চলেছে। সূত্রের খবর, টেলিকম অপারেটররা ট্যারিফ খরচ বাড়ানোর পথে হাঁটতে পারে। সাম্প্রতিকতম একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, রেভিনিউ বাড়াতে Reliance Jio এবং Airtel-এর মতো টেলিকম জায়ান্ট দুটি তাদের বিভিন্ন রিচার্জ প্ল্যানের খরচ 10% করে বাড়াতে পারে।

Jefferies-এর একটি রিপোর্ট অনুযায়ী, পরবর্তী তিন আর্থিক বছরে (FY23, FY24 এবং FY25) Reliance Jio এবং Airtel তাদের ট্যারিফ খরচ 10% পর্যন্ত বাড়াতে পারে। রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে,আগামী তিন বছরে প্রতি বারের চতুর্থ কোয়ার্টারে ট্যারিফ খরচ বেশি দিতে হতে পারে গ্রাহকদের।

রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে, মূলত ইউজ়ার প্রতি রেভিনিউ বাড়ানো এবং মার্জিনের কারণেই Jio ও Airtel তাদের ট্যারিফ খরচ বাড়াতে চলেছে। প্রসঙ্গত, একটি টেলিকম কোম্পানির পারফরম্যান্সের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি ইন্ডিকেটর হল অ্যাভারেজ রেভিনিউ পার ইউজ়ার (ARPU)। চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে Airtel, Vi এবং Jio-র ARPU মাঝারি ভাবে বেড়েছে, যা সংস্থাগুলির পারফরম্যান্সের দিক থেকে মোটেই ভাল নয়। এখন পারফরম্যান্সের নিরিখে মাথা তুলে দাঁড়াতে সর্বোপরি ARPU বাড়াতে ট্যারিফ খরচ বাড়ানো ছাড়া টেলকোগুলির কাছে দ্বিতীয় আর কোনও উপায় নেই।

ট্যারিফ খরচ বাড়ানোর এহেন পরিকল্পনা Airtel ইতিমধ্যেই বাস্তবায়িত করেছে। সস্তার কিছু প্ল্যান সংস্থাটি বন্ধ করে দিয়েছে। তার মধ্যে 99 টাকার সস্তার প্ল্যানটি যেমন তুলে নিয়েছে এয়ারটেল। আগে এই প্ল্যানটি এয়ারটেল লঞ্চ করেছিল মূলত গ্রামীণ ভারতের জন্য। সস্তার রিচার্জ প্যাকটিতে গ্রাহকদের 1GB করে ডেটা, 100 SMS-সহ এয়ারটেল এক্সস্ট্রিম, উইঙ্ক মিউজ়িক এবং জ়ি5 অফার করা হয় 18 দিনের জন্য। এই প্ল্যানটিই রিচার্জ করতে এয়ারটেল ব্যবহারকারীদের এখন 99 টাকার পরিবর্তে 155 টাকা খরচ করতে হচ্ছে।

টেলিকম সংস্থাগুলির এই রেভিনিউ পুরোপুরি ভাবেই নির্ভর করছে সাবস্ক্রাইবারদের উপরে। বিগত কয়েক মাসে এয়ারটেল এবং জিও-র সাবস্ক্রাইবার বেস বেশ কিছুটা বেড়েছে। তবে দুই সংস্থার মধ্যে আরও বেশি পরিমাণ গ্রাহককে নিজেদের ক্লাবের সদস্য করার প্রতিযোগিতা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এদিকে Vodafone Idea বিগত কিছু মাসে বিরাট সংখ্যক সাবস্ক্রাইবার হারিয়েছে। সেই কারণেই সংস্থাটি গ্রাহকের আকর্ষণ আরও বাড়াতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে দেশের বিভিন্ন প্রান্তে Reliance Jio এবং Airtel ইতিমধ্যেই 5G পরিষেবা চালু করেছে, যা Vi-এর সাবস্ক্রাইবার বেসকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। Vodafone Idea এখন এমন ভাবেই আর্থিক সমস্যায় জর্জরিত, যা টেলিকম সংস্থাটির 5G পরিষেবা চালুর পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গায় রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মতো সংস্থা 1-2 বছরের মধ্যে সমগ্র দেশের প্রতিটি প্রান্তে 5G পরিষেবা চালু করবে বলে জানিয়েছে।

Next Article