AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাম্পার Jio প্ল্যান: 123 টাকায় এক মাস ফ্রি কল, সঙ্গে 14GB ডেটা

Jio তার ব্যবহারকারীদের জন্য মাত্র 123 টাকার একটি চমৎকার প্ল্যান নিয়ে এসেছে। কম খরচে যাঁরা একটু বেশি দিনের ভ্যালিডিটির খোঁজ করছেন, তাঁদের জন্য এই রিচার্জ প্ল্যান লাজবাব। পাশাপাশিই আবার এই অল্প সময়ের জন্য আপনার একটু অতিরিক্ত পরিমাণ ডেটার প্রয়োজন হলেও এই প্ল্যানটি চমৎকার হতে পারে।

বাম্পার Jio প্ল্যান: 123 টাকায় এক মাস ফ্রি কল, সঙ্গে 14GB ডেটা
দুরন্ত অফারের Jio প্ল্যান।
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 1:28 PM
Share

Jio Recharge: সস্তার রিচার্জ প্ল্যানের কথা যদি বলতে হয়, তাহলে প্রথমেই Reliance Jio-র কথা আসবে। সংস্থার ঝুলিতে রয়েছে বিবিধ রেঞ্জের রিচার্জ প্যাক- কম দামি থেকে বেশি দামি তালিকায় রয়েছে সবই। তবে, মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটির সস্তার প্রিপেড প্ল্যানগুলি এদেশে খুবই জনপ্রিয়। আবার Jio-র বার্ষিক প্ল্যানগুলিরও যদি মাসিক ভিত্তিতে খরচের হিসেবটা দেখেন, তাহলেও দেখবেন খুবই কম খরচা হচ্ছে।

Jio তার ব্যবহারকারীদের জন্য মাত্র 123 টাকার একটি চমৎকার প্ল্যান নিয়ে এসেছে। কম খরচে যাঁরা একটু বেশি দিনের ভ্যালিডিটির খোঁজ করছেন, তাঁদের জন্য এই রিচার্জ প্ল্যান লাজবাব। পাশাপাশিই আবার এই অল্প সময়ের জন্য আপনার একটু অতিরিক্ত পরিমাণ ডেটার প্রয়োজন হলেও এই প্ল্যানটি চমৎকার হতে পারে। 123 টাকার প্ল্যানে Jio ব্যবহারকারীরা 28 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এছাড়া আর কী অফার রয়েছে, দেখে নিন।

প্রায় এক মাসের কাছাকাছি ভ্যালিডিটি পাওয়া যায়, Jio-র এমন সবথেকে সস্তার প্ল্যান হল 123 টাকার। এই প্ল্যানটি তাঁদের জন্য নিয়ে আসা হয়েছেস যাঁরা ফ্রি কলিং সহযোগে যথেষ্ট পরিমাণ ডেটার খোঁজ করছেন। 123 টাকার প্ল্যানে Jio ব্যবহারকারীরা প্রতিদিন 500MB ডেটা পেয়ে যাবেন। আর সেই দিক থেকে দেখতে গেলে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে Jio ব্যবহারকারীরা 14GB ডেটা পেয়ে যাবেন।

28 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন। শুধু তাই নয়। সেই সঙ্গেই আবার ফ্রি-SMS অফারও পেয়ে যাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ কম খরচে 28 দিনের জন্য Jio SIM সক্রিয় করে রাখতে 123 টাকার প্ল্যানের জুড়ি মেলা ভার।

এহেন Jio-র ঝুলিতেই আবার 1234 টাকার একটি বার্ষিক প্ল্যানও রয়েছে। এই প্যাক আপনি যদি রিচার্জ করেন, তাহলে সারা বছর রিচার্জের ঝক্কি থেকে মুক্তি পাবেন। এক বছর অর্থাৎ 365 দিনের জন্য প্ল্যানটিতে আপনি আনলিমিটেড কলিং-সহ আরও একাধিক অফার পেয়ে যাবেন। সবথেকে বড় কথা হল, এই প্ল্যানে 128GB ডেটাও পাবেন ব্যবহারকারীরা। এই প্ল্যানে আপনি বেশি ডেটা পাবেন না ঠিকই, তবে এক বছর যদি ফ্রি-তে কল করতে চান, তাহলে Jio 1234 টাকার প্ল্যানটি দুর্দান্ত।