Acer H এবং S সিরিজ়ের অ্যান্ড্রয়েড টেলিভিশন লঞ্চ হল, দাম শুরু 14,999 টাকায়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 18, 2022 | 10:17 PM

Acer-এর নতুন দুই টেলিভিশন সিরিজ় দুটি হল 'H' এবং 'S'। মোট পাঁচটি সাইজ়ে নতুন টিভি সিরজ় নিয়ে এসেছে Acer। সেগুলি হল 32, 43, 50, 55 এবং 65 ইঞ্চির টিভি। এগুলির প্রতিটিই Android 11 সাপোর্টেড।

Acer H এবং S সিরিজ়ের অ্যান্ড্রয়েড টেলিভিশন লঞ্চ হল, দাম শুরু 14,999 টাকায়
কম খরচে Acer-এর নতুন টেলিভিশন সিরিজ়।

Follow Us

ভারতে তাদের টেলিভিশন রেঞ্জ বাড়ানোর কথা ঘোষণা করল Acer। দুটি নতুন সিরিজ়ের টেলিভিশনের সঙ্গে ভারতীয়দের পরিচয় করাল সংস্থাটি। Acer-এর নতুন দুই টেলিভিশন সিরিজ় দুটি হল ‘H’ এবং ‘S’। মোট পাঁচটি সাইজ়ে নতুন টিভি সিরজ় নিয়ে এসেছে Acer। সেগুলি হল 32, 43, 50, 55 এবং 65 ইঞ্চির টিভি। এগুলির প্রতিটিই Android 11 সাপোর্টেড। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, ডলবি অ্যাটমস, ডলবি ভিসন এবং MEMC প্রযুক্তি।

Acer H এবং S সিরিজ়ের টেলিভিশনের দাম ও উপলব্ধতা

Acer-এর এই লেটেস্ট টিভিগুলির মধ্যে 32 ইঞ্চির মডেলের দাম 14,999 টাকা, 43 ইঞ্চির UHD 29,999 টাকা, 50 ইঞ্চির UHD মডেলের দাম 34,999 টাকা, 55 ইঞ্চির UHD মডেলটির দাম 39,999 টাকা ও 65 ইঞ্চির UHD টিভির দাম 64,999 টাকা। তবে অফারে এই সব কটি স্ক্রিন সাইজ়েই আকর্ষণীয় ছাড় থাকবে, যা ঘোষণা করা হবে সেল শুরুর ঠিক আগের মুহূর্তে। দেশের প্রায় সমস্ত ই-কমার্স প্ল্যাটফর্ম এবং 4,000-এরও বেশি রিটেল লোকেশনে এই টিভিগুলি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Acer H এবং S সিরিজ়ের টেলিভিশনের ফিচার্স ও স্পেসিফিকেশনস

অ্যাসারের নতুন টেলিভিশনগুলিতে মেটাল ফিনিশ, শেল বডি এবং ফ্রেমলেস ডিজ়াইন দেওয়া হয়েছে। H Series টেলিভিশনগুলি ইক্যুইপ করা রয়েছে Hi-Fi Pro স্পিকারের সঙ্গে, যা 60W অডিও আউটপুট অফার করে। এদের মধ্যে আবার 65 ইঞ্চির মডেলে দেওয়া হয়েছে একটি 50W স্পিকার। H ও S সিরিজ়ের UHD মডেলগুলিতে তিন বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে।

H এবং S দুটি সিরিজ়েই পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে Cortex A-55 x4 প্রসেসর, যা গ্রাফিক্সের জন্য পেয়ার করা থাকছে Mali G31 MP2 GPU-র সঙ্গে। টেলিভিশনগুলিতে ইন-বিল্ট স্মার্ট ব্লু লাইট রিডাকশন প্রযুক্তি রয়েছে। এছাড়াও এগুলি HDR 10+, HLG, ব্ল্যাক লেভেল অগমেন্টেশন, 4K আপস্কেলিং, টু-ওয়ে ব্লুটুথ, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ক্রোমকাস্ট সাপোর্ট এবং গুগল ডুও-র মাধ্যমে ভিডিয়ো কলিং সাপোর্ট করে।

বিল্ট-ইন অ্যাপ্লিকেশনের মধ্যে টিভিগুলিতে রয়েছে গুগল প্লে, নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো, ডিজ়নি প্লাস হটস্টার, ইউটিউব এবং ফাস্টকাস্ট।

Next Article