AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheapest Gadgets: আপনার রোজের দরকারে লাগবেই এসব গ্যাজেট, দাম 100 টাকারও কম

Affordable Gadgets: আপনাকে এমন কিছু গ্যাজেটের কথা জানানো হবে, যেগুলির দাম 100 টাকার কম। কিন্তু সব ক'টাই খুব দরকারী। এই গ্যাজেটগুলি ছোট হতে পারে, তবে এগুলি বাড়িতে রাখতে পারেন।

Cheapest Gadgets: আপনার রোজের দরকারে লাগবেই এসব গ্যাজেট, দাম 100 টাকারও কম
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 8:27 PM
Share

অনলাইন সাইটে এমন কিছু কম দামের গ্যাজেট পাওয়া যায়, যা অনেকেই জানেন না। তাই আপনি যদি কম দামে কিছু দুর্দান্ত গ্যাজেট কেনার প্ল্যান করে থাকেন, তাহলে দেখে নিন। আপনাকে এমন কিছু গ্যাজেটের কথা জানানো হবে, যেগুলির দাম 100 টাকার কম। কিন্তু সব ক’টাই খুব দরকারী। এই গ্যাজেটগুলি ছোট হতে পারে, তবে এগুলি বাড়িতে রাখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় কী কী আছে।

ইউএসবি এলইডি লাইট (USB LED Light)

এই ছোট জিনিসটি আপনার ঘরকে আলো করে তুলবে। আপনি Amazon-এ এই LED লাইট পাবেন মাত্র 69 টাকায়। তাও আবার 65 শতাংশ ছাড়ে। এটিকে আপনি প্লাগে ফিট করতে পারেন, যারা রাতে আলো জ্বালিয়ে ঘুমতে পছন্দ করেন, তাদের জন্য এই লাইট একদম উপযুক্ত।

ওয়াল মাউন্ট করা মোবাইল হোল্ডার:

আপনার সাধের ফোনটিকে এখানে-ওখানে না রেখে, দেয়ালে প্লাগের কাছে মোবাইল হোল্ডারে রাখা ভাল। এর সাহায্যে আপনার ফোনও নিরাপদ থাকবে। এমনকি আপনি এই হোল্ডার দিয়ে আরও অনেক কাজ করতে পারবেন। আপনি এটিতে আপনার গাড়ির চাবিও ঝুলিয়ে রাখতে পারেন। আপনি এই মোবাইল হোল্ডার Amazon-এ কিনতে পারবেন মাত্র 99 টাকায়, এতে 67 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

ল্যাপটপের ইউএসবি এলইডি লাইট (Generic USB LED Light for PC)

আপনি Amazon-এ এই USB LED লাইট কিনতে পারবেন মাত্র 33 টাকায়, 73 শতাংশ ছাড়ে। আপনি এতে অনেক রঙ পেয়ে যাবেন। এটি LED মোবাইল চার্জারের সাহায্যে চার্জ করতে পারবেন। যদি অন্ধকারে বসে ল্যাপটপে কাজ করা পছন্দ করেন, তাহলে এই লাইটটি কিনে নিতে পারেন।

King Shine 2 ইন 1 সিলিকন জেল প্যাড

এই জেল প্যাডগুলি দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি এটির উপরে দেওয়ালে যে কোনও কিছু সেট করতে পারবেন। এতে সহজেই স্মার্টফোন, চাবি, ব্রাশ এবং চামচ আরও অনেক কিছু রাখতে পারবেন। যদিও এর আসল দাম 1,299 টাকা, কিন্তু আপনি এটি Amazon থেকে 92 শতাংশ ছাড়ে মাত্র 99 টাকায় কিনে ফেলতে পারবেন।