Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smartwatch Under Rs 500: 2-3 হাজার টাকা লাগবে না, 500 টাকারও কমে পেয়ে যাবেন এই 5 স্মার্টওয়াচ

Affordable Smartwatch: অনেকেই জানেন না বাজারে কম দামেরও স্মার্টওয়াচ রয়েছে। যেগুলি মাত্র 500 টাকার মধ্য়েই কিনে নেওয়া যাবে।

| Edited By: | Updated on: Apr 26, 2023 | 6:27 PM
হাতের সাধারন ঘড়িটি ছেড়ে স্মার্টওয়াচ কেনার কথা অনেকেই ভাবেন। কিন্তু দাম বেশি হওয়ায় কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারেন না। অনেকেই জানেন না বাজারে কম দামেরও স্মার্টওয়াচ রয়েছে। যেগুলি মাত্র 500 টাকার মধ্য়েই কিনে নেওয়া যাবে।

হাতের সাধারন ঘড়িটি ছেড়ে স্মার্টওয়াচ কেনার কথা অনেকেই ভাবেন। কিন্তু দাম বেশি হওয়ায় কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারেন না। অনেকেই জানেন না বাজারে কম দামেরও স্মার্টওয়াচ রয়েছে। যেগুলি মাত্র 500 টাকার মধ্য়েই কিনে নেওয়া যাবে।

1 / 8
আপনার মনে হতে পারে, কম দাম হওয়ায় এগুলিতে বিশেষ কিছু ফিচার থাকবে না। আপনি শুনলে অবাক হবেন, এই সবকটি স্মার্টওয়াচেই ব্লুটুথ কলিং ফিচার থেকে শুরু করে ইনকামিং কল, ফিটনেস ট্র্যাকিং সব সুবিধাই পাবেন।

আপনার মনে হতে পারে, কম দাম হওয়ায় এগুলিতে বিশেষ কিছু ফিচার থাকবে না। আপনি শুনলে অবাক হবেন, এই সবকটি স্মার্টওয়াচেই ব্লুটুথ কলিং ফিচার থেকে শুরু করে ইনকামিং কল, ফিটনেস ট্র্যাকিং সব সুবিধাই পাবেন।

2 / 8
 এই দুর্দান্ত সব স্মার্টওয়াচগুলিই 500 টাকার মধ্য়ে বাজারে রয়েছে। তার মধ্যেও কয়েকটি স্মার্টওয়াচ আপনি মাত্র 300 টাকা খরচ করেও পেয়ে যাবেন। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক।

এই দুর্দান্ত সব স্মার্টওয়াচগুলিই 500 টাকার মধ্য়ে বাজারে রয়েছে। তার মধ্যেও কয়েকটি স্মার্টওয়াচ আপনি মাত্র 300 টাকা খরচ করেও পেয়ে যাবেন। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক।

3 / 8
 MorningVale SAK Shreenova Smart Watch:  এটি একটি ফিটনেস স্মার্টওয়াট, যাতে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও এতে কিডস অ্যাক্টিভিটি ট্র্যাকারও দেওয়া হয়েছে। আর রয়েছে ফিটনেস ট্র্যাকিং, কল এবং মেসেজ নোটিফিকেশন ইত্যাদি সব ফিচার। এর দাম 449 টাকা।

MorningVale SAK Shreenova Smart Watch: এটি একটি ফিটনেস স্মার্টওয়াট, যাতে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও এতে কিডস অ্যাক্টিভিটি ট্র্যাকারও দেওয়া হয়েছে। আর রয়েছে ফিটনেস ট্র্যাকিং, কল এবং মেসেজ নোটিফিকেশন ইত্যাদি সব ফিচার। এর দাম 449 টাকা।

4 / 8
 D116 Fitness Smart Watch:  পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এটি একটি উপযুক্ত অ্যাক্টিভিটি ট্র্যাকার স্মার্টওয়াচ। ব্র্যান্ডের মতে, এতে স্লিপ মনিটর, স্টেপ ট্র্যাকিং, হার্ট রেট সেন্সরের মতো উন্নত সব ফিচার রয়েছে। এটিতে 0.96 ইঞ্চি একটি স্ক্রিন পেয়ে যাবেন। এছাড়াও এতে টাচস্ক্রিন কন্ট্রোল, স্লিপ মনিটর পাবেন। দাম 399 টাকা।

D116 Fitness Smart Watch: পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এটি একটি উপযুক্ত অ্যাক্টিভিটি ট্র্যাকার স্মার্টওয়াচ। ব্র্যান্ডের মতে, এতে স্লিপ মনিটর, স্টেপ ট্র্যাকিং, হার্ট রেট সেন্সরের মতো উন্নত সব ফিচার রয়েছে। এটিতে 0.96 ইঞ্চি একটি স্ক্রিন পেয়ে যাবেন। এছাড়াও এতে টাচস্ক্রিন কন্ট্রোল, স্লিপ মনিটর পাবেন। দাম 399 টাকা।

5 / 8
 MUKTRICS Smart Watch:   ব্লুটুথ স্মার্ট ফিটনেস স্মার্ট ওয়াচটিতে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এর ডিসপ্লে সাইজ 1.69 ইঞ্চি এবং এটি একটি IP68 ওয়াটারপ্রুফ স্মার্টওয়াচ। এর মাধ্যমে আপনার সারাদিনের কাজকর্ম ট্র্যাক করা যাবে। দাম 399 টাকা।

MUKTRICS Smart Watch: ব্লুটুথ স্মার্ট ফিটনেস স্মার্ট ওয়াচটিতে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এর ডিসপ্লে সাইজ 1.69 ইঞ্চি এবং এটি একটি IP68 ওয়াটারপ্রুফ স্মার্টওয়াচ। এর মাধ্যমে আপনার সারাদিনের কাজকর্ম ট্র্যাক করা যাবে। দাম 399 টাকা।

6 / 8
AJO Y68 Q30 Wireless Smart Watch:  AJO Y68 Q30 ওয়্যারলেস ফিটনেস স্মার্টওয়াচটিতে ওয়ার্কআউট ট্র্যাকিং রয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল। স্মার্টওয়াচটিতে উজ্জ্বল স্ক্রিন পাওয়া যাচ্ছে। এছাড়াও এতে আরও অনেক দুর্দান্ত সব ফিচার রয়েছে। দাম 499 টাকা।

AJO Y68 Q30 Wireless Smart Watch: AJO Y68 Q30 ওয়্যারলেস ফিটনেস স্মার্টওয়াচটিতে ওয়ার্কআউট ট্র্যাকিং রয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল। স্মার্টওয়াচটিতে উজ্জ্বল স্ক্রিন পাওয়া যাচ্ছে। এছাড়াও এতে আরও অনেক দুর্দান্ত সব ফিচার রয়েছে। দাম 499 টাকা।

7 / 8
MAGBOT Q9 Smart Watch:  পুরুষ ও মহিলাদের জন্য এই স্মার্টওয়াচটি বেশ উপযুক্ত। এটি Android এবং iOS যে কোনও কিছুতে কানেক্ট করা যায়। এতে 9 ব্যায়াম মোড রয়েছে। এছাড়াও হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর, অ্যালার্ম ক্লক এবং অ্যাক্টিভিটি ট্র্যাকারের মতো অ্যাডভান্স ফিচার এতে পাওয়া যাবে। দাম 429 টাকা।

MAGBOT Q9 Smart Watch: পুরুষ ও মহিলাদের জন্য এই স্মার্টওয়াচটি বেশ উপযুক্ত। এটি Android এবং iOS যে কোনও কিছুতে কানেক্ট করা যায়। এতে 9 ব্যায়াম মোড রয়েছে। এছাড়াও হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর, অ্যালার্ম ক্লক এবং অ্যাক্টিভিটি ট্র্যাকারের মতো অ্যাডভান্স ফিচার এতে পাওয়া যাবে। দাম 429 টাকা।

8 / 8
Follow Us:
বিকাশদারা জমি বেচে সামাল দিয়েছেন: ফিরহাদ
বিকাশদারা জমি বেচে সামাল দিয়েছেন: ফিরহাদ
দশ কাঠা জমির পোস্ত নষ্ট করল পুলিশ!
দশ কাঠা জমির পোস্ত নষ্ট করল পুলিশ!
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল