109 টাকা থেকে শুরু করে 131 টাকা পর্যন্ত চারটি বাম্পার প্ল্যান নিয়ে এল Airtel

Airtel New Prepaid Recharge Plans: এয়ারটেল চারটি নতুন প্ল্যান নিয়ে এসেছে, যাদের খরচ 150 টাকার মধ্যে। সস্তার এই প্ল্যানগুলি রিচার্জ করতে গ্রাহকদের খরচ করতে হবে যথাক্রমে 109 টাকা, 111 টাকা, 128 টাকা এবং 131 টাকা।

109 টাকা থেকে শুরু করে 131 টাকা পর্যন্ত চারটি বাম্পার প্ল্যান নিয়ে এল Airtel
ফোন নম্বর অ্যাক্টিভ রাখার চার মোক্ষম প্ল্যান নিয়ে হাজির এয়ারটেল।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2022 | 9:28 AM

গত মঙ্গলবার ব্যবহারকারীদের জন্য চারটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে Airtel। এই নতুন প্রিপেড প্যাকগুলির মধ্যে দুটি স্মার্ট রিচার্জ প্যাক এবং বাকি দুটি রেট-কাটিং প্ল্যান। চারটি প্ল্যানই 150 টাকার মধ্যে। সস্তার এই প্ল্যানগুলি রিচার্জ করতে গ্রাহকদের খরচ করতে হবে যথাক্রমে 109 টাকা, 111 টাকা, 128 টাকা এবং 131 টাকা। যে সব এয়ারটেল ব্যবহারকারীরা বিরাট টাকা খরচ না করেই নিজেদের ফোন নম্বরটি সক্রিয় করে রাখতে চান, মূলত তাঁদের জন্যই নিয়ে আসা হয়েছে এই চারটি প্ল্যান। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে ইতিমধ্যেই চলে এসেছে প্ল্যানগুলি। কী-কী অফার রয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Airtel 109 টাকার প্ল্যান

রেট কাটার প্ল্যান হিসেবে এটি নিয়ে আসা হয়েছে। প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন 30 দিনের বৈধতা, 200MB ডেটা এবং 99 টাকা টকটাইম। এই প্রিপেড প্যাকে লোকাল, এসটিডি এবং ল্যান্ডলাইন ভয়েস কলের জন্য খরচ করতে হবে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা। লোকাল এসএমএস-এর জন্য খরচ হবে 1 টাকা এবং এসটিডি এসএমএস-এর জন্য 1.44 টাকা করে খরচ করতে হবে।

Airtel 111 টাকার প্ল্যান

সম্প্রতি লঞ্চ হওয়া Airtel 111 টাকার প্ল্যানে 99 টাকা টকটাইম এবং 200MB ডেটা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। প্ল্যানটি এক মাসের জন্য বৈধ। এই রিচার্জ প্যাকে লোকাল, এসটিডি এবং ল্যান্ডলাইন কলের জন্য খরচ হবে প্রতি সেকেন্ডে 2.5 টাকা। এছাড়াও লোকাল এসএমএস-এর জন্য প্ল্যানটিতে যেখানে 1 টাকা খরচ হবে, ঠিক সেখানে এসটিডি এসএমএস-এর জন্য 1.5 টাকা খরচ করতে হবে।

Airtel 128 টাকার প্ল্যান

এই নতুন 128 টাকার এয়ারটেল প্ল্যানের বৈধতা 30 দিন। এই রিচার্জ প্যাকে লোকাল ও এসটিডি কলের জন্য খরচ হবে প্রতি সেকেন্ডে 2.5 টাকা। ন্যাশনাল ভিডিয়ো কলের জন্য খরচ হবে প্রতি সেকেন্ডে 5 টাকা করে। এছাড়াও প্রতি MB-র জন্য আপনি 50 পয়সা খরচ করলেই ইন্টারনেট ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন।

Airtel 131 টাকার প্ল্যান

নতুন এয়ারটেল 131 টাকার প্ল্যানটি ঠিক 1 মাসের জন্যই উপলব্ধ। গ্রাহকদের এই প্ল্যানে লোকাল এবং এসটিডি কলের জন্য প্রতি সেকেন্ডে 2.5 টাকা খরচ করতে হবে। অন্য দিকে ন্যাশনাল ভিডিয়ো কলের জন্য খরচ হবে প্রতি সেকেন্ডে 5 টাকা করে। এছাড়াও, লোকাল এসএমএস-এর জন্য 1 টাকা খরচ করতে হবে এবং এসটিডি এসএমএস-এর জন্য 1.5 টাকা করে খরচ করতে হবে।