₹19,500 ছাড়ের পর Apple AirPods Pro মাত্র 1,490 টাকায়, Flipkart সেলে দুরন্ত ছাড়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 29, 2022 | 8:21 PM

বর্ষশেষে Flipkart-এর এই সেলে AirPods Pro-র দাম প্রাথমিক কিছু ছাড়ের পর 20,990 টাকা। এখন কারও কাছে যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে EMI ট্রান্জ়াকশনে তারা 10% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এছাড়া আর কী ছাড় রয়েছে?

₹19,500 ছাড়ের পর Apple AirPods Pro মাত্র 1,490 টাকায়, Flipkart সেলে দুরন্ত ছাড়
এত কম দামে Apple Airpods Pro সত্যিই ভাবা যায় না!

Follow Us

Apple Airpod-এর থেকে ভাল ট্রু ওয়্যারলেস ইয়ারবাড এই মুহূর্তে বাজারে আর কী আছে! উত্তরটা খুঁজতে গেলে সম্ভবত একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। কিন্তু তার যা আকাশছোঁয়া দাম, ছাপোষা মধ্যবিত্তের নাগালের বহু দূরে। সেই কারণেই তো মানুষ এখন Airpod-এর বিকল্পের সন্ধান করে থাকেন, যার রেঞ্জ সুবিস্তৃত। প্রত্যেক ইলেকট্রনিক্স কোম্পানির ঝুলিতেই এখন প্রায় সস্তার TWS Earbud রয়েছে। কিন্তু তার সঙ্গে কি আর Airpod-এর তুলনা চলে। সেই Apple Airpod-ই এবার আপনার কাছে হাজির হয়েছে এক্কেবারে জলের দরে, সৌজন্যে Flipkart Year End Sale।

2016 সালে iPhone 7-এর সঙ্গে প্রথম Airpod নিয়ে আসে অ্যাপল। তারপর থেকে বাজারে একাধিক প্রজন্মের এয়ারপড নিয়ে এসেছে কুপার্টিনোর টেক জায়ান্টটি। ওয়্যারলেস চার্জিং থেকে শুরু করে আরও উন্নত ব্যাটারি সহ একাধিক ফিচার যুক্ত হয়েছে। খুব সম্প্রতি Apple তার AirPods Pro 2 লঞ্চ করেছে এবং প্রথম প্রজন্মের AirPods Pro-র জন্যও MagSafe চার্জিংয়ের মতো প্রযুক্তি যোগ করেছে। তবে AirPods Pro 2 লঞ্চ করে গেলেও ক্রেতাদের কাছে আজও সমাদৃত AirPods Pro।

তার কারণ হল, তাদের ফিচার ও স্পেসিফিকেশনে অনেক কিছু যুক্ত হলেও দামের বেশ কিছুটা ফারাক রয়েছে। আর আপনি যদি এখন AirPods Pro কেনার চিন্তাভাবনা করেন, তাহলে এখনই সেরা সময়। কারণ, Flipkart Year End সেলে AirPods Pro-র উপরে 19,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে, বিরাট দামের এই ডিভাইস আপনি এখন বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 1,490 টাকায়।

বর্ষশেষে ফ্লিপকার্টের এই সেলে AirPods Pro-র দাম প্রাথমিক কিছু ছাড়ের পর 20,990 টাকা। এখন কারও কাছে যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে EMI ট্রান্জ়াকশনে তারা 10% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। কারও কাছে আবার যদি ব্যাঙ্ক অফ বরোদার কার্ড থাকে, তাহলে তাঁরা পেয়ে যাবেন 2,000 টাকা ছাড়। মনে রাখতে হবে, ফ্লিপকার্টের এই অফার আপনি পাবেন চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত।

তবে সবথেকে বড় অঙ্কের ছাড় আপনি পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফারে। না, সেই এক্সচেঞ্জ অফারে আপনি যে কোনও কোম্পানির TWS Earbud এক্সচেঞ্জ করতে পারবেন না Apple Airpods Pro-র সঙ্গে। আপনার পুরনো স্মার্টফোনটা বদলে আপনি নিতে পারেন একটি অ্যাপল Airpods Pro। আর সেই এক্সচেঞ্জ অফারে আপনাকে 17,500 টাকা ছাড় দেওয়া হবে। ব্যাঙ্কের অফার, এক্সচেঞ্জ অফার এই সব কিছু মিলিয়ে আপনি Flipkart থেকে Apple Airpods Pro ক্রয় করতে পারেন মাত্র 1,490 টাকায়।

Next Article