Asus Zenbook 14 OLED: 15 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের দুর্দান্ত ল্যাপটপ নিয়ে এল Asus, রয়েছে AI চালিত প্রসেসর

Zenbook 14 OLED ল্যাপটপে রয়েছে অল-মেটাল ডিজ়াইন। ল্যাপটপটি খুবই হাল্কা, ওজন মাত্র 1.2 Kg। স্লিম প্রোফাইলের ডিভাইসটি বহন করা খুবই সহজ। কর্মক্ষেত্রে যাঁদের প্রতিনিয়ত ল্যাপটপ নিয়ে যেতে হয়, তাঁদের জন্য লেটেস্ট Asus মডেলটি চমৎকার অপশন হতে চলেছে।

Asus Zenbook 14 OLED: 15 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের দুর্দান্ত ল্যাপটপ নিয়ে এল Asus, রয়েছে AI চালিত প্রসেসর
ল্যাপটপটি খুবই হাল্কা, ওজন মাত্র 1.2 Kg।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 11:34 PM

Asus ভারতে একটি চমৎকার ল্যাপটপ লঞ্চ করেছে। স্লিক, স্টাইলিশ ডিজ়াইনের সেই ল্যাপটপ পারফরম্যান্সের দিক থেকে সেরার সেরা হতে চলেছে। প্রিমিয়াম অ্যাপিলের সেই Asus Zenbook 14 OLED ল্যাপটপে রয়েছে ইন্টেলের সদ্য লঞ্চ হওয়া AI চালিত আলট্রা কোর প্রসেসর। ব্যবহার করা খুবই সহজ এই ল্যাপটপ, অত্যন্ত শক্তিশালী, গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিংয়ের জন্য সেরা অপশন। 2024 সালের প্রথম থেকেই এই ল্যাপটপের বিক্রিবাট্টা শুরু হয়ে যাবে।

Asus Zenbook 14 OLED: স্পেসিফিকেশন

Zenbook 14 OLED ল্যাপটপে রয়েছে অল-মেটাল ডিজ়াইন। ল্যাপটপটি খুবই হাল্কা, ওজন মাত্র 1.2 Kg। স্লিম প্রোফাইলের ডিভাইসটি বহন করা খুবই সহজ। কর্মক্ষেত্রে যাঁদের প্রতিনিয়ত ল্যাপটপ নিয়ে যেতে হয়, তাঁদের জন্য লেটেস্ট Asus মডেলটি চমৎকার অপশন হতে চলেছে।

75 Wh ব্যাটারি দেওয়া হয়েছে এই ল্যাপটপে। একবার চার্জ দিলে এটি 15 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। অর্থাৎ চার্জিংয়ের জন্যও ব্যবহারকারীদের খুব একটা ভাবিত হতে হবে না। বিশেষ ভাবে ডিজ়াইন করা ল্যাপটপের ব্যাটারিটি 20 শতাংশ বেশি চার্জিং সাইকেল দিতে পারে এর আগের মডেলগুলির তুলনায়। ফলে, ব্যবহারকারীর ব্যয় যেমন সঠিক হবে এবং ল্যাপটপটিও দীর্ঘ মেয়াদী হবে। ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে এতে।

যেমনটা আমরা আগেই বললাম, Intel-এর সদ্য লঞ্চ হওয়া AI চালিত আলট্রা কোর প্রসেসর দেওয়া হয়েছে ল্যাপটপটিতে। এই প্রসেসর ল্যাপটপের পারফরম্যান্স যেমন সেরা করবে, তেমনই আবার লো-পাওয়ার প্রসেসিংও করতে সক্ষম হবে। 1TB SSD স্টোরেজ এবং 32GB RAM রয়েছে এই ল্যাপটপের। এর আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল 3K ASUS Lumina OLED 120 Hz টাচস্ক্রিন দেওয়া হয়েছে। এই টাচস্ক্রিন আকর্ষণীয় অডিওভিজ়ুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারবে।

ইউজ়ার সেন্ট্রিক ডিজ়াইন ফিচারের মধ্যে রয়েছে ফেস লগইন, ফিজ়িক্যাল শাটার সহযোগে প্রাইভেসি ফোকাসড্ FHD IR ক্যামেরা, ASUS ErgoSense কিবোর্ডের মতো একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রাথমিক ভাবে এই ল্যাপটপ লঞ্চ করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য। ZenBook 14 OLED ল্যাপটপের দাম সে দেশের বাজারে শুরু হচ্ছে USD 1,299 বা প্রায় 1,07,871.43 টাকা থেকে। এখন দেখার এই ল্যাপটপ ভারতে কবে আসে, তার দামই বা কত হয়।