Boult Maverick TWS ইয়ারবাড লঞ্চ হয়ে গেল 1,799 টাকায়, একবার চার্জে 7 ঘণ্টার ব্যাকআপ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 15, 2022 | 3:16 PM

Boult Maverick Price, Specs: কম দামে ফের একটি নতুন ইয়ারবাড নিয়ে হাজির হল বোল্ট অডিও। সেই Boult Maverick-এর দাম ও ফিচার সম্পর্কে জেনে নিন।

Boult Maverick TWS ইয়ারবাড লঞ্চ হয়ে গেল 1,799 টাকায়, একবার চার্জে 7 ঘণ্টার ব্যাকআপ
দুরন্ত লুক ও ফিচারের Boult Maverick TWS ইয়ারবাড।

Follow Us

জনপ্রিয় অডিও ব্র্যান্ড Boult ভারতে আরও একটি নতুন TWS ইয়ারবাডস নিয়ে হাজির হল। কোম্পানির সেই ইয়ারবাডের নাম Boult Maverick। চোখধাঁধানো ডিজ়াইন রয়েছে এই ইয়ারবাডের। রয়েছে নয়েজ় ক্যান্সেলেশন এবং ফাস্ট চার্জিংয়ের মতো আকর্ষণীয় ফিচার। বাজেট ক্রেতাদের জন্য নিয়ে আসা হলেও TWS ইয়ারবাডটির পারফরম্যান্সের কোনও আপস করা হয়নি। তার থেকেও বড় কথা হল এর সাউন্ড কোয়ালিটি দুর্ধর্ষ।

নতুন ইয়ারবাড লঞ্চ করে Boult Audio-র সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বরুণ গুপ্তা বলছেন, কম্ব্যাটটিএম গেমিং মোড রয়েছে এতে, যা 45ms আলট্রা লো ল্যাটেন্সি এনাবল করে এবং আপনার গেমিং অভিজ্ঞতা আরও চমৎকার করে। এক নাগাড়ে 35 ঘণ্টার প্লেটাইম দিতে সক্ষম ইয়ারবাডটি আলট্রা-ফাস্ট চার্জিংও সাপোর্ট করে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে টেক-রিচ বেস, কোয়াড মিক্স, IPX5 ওয়াটার রেজ়িস্ট্যান্স এবং অ্যাম্বিয়েন্ট লাইটিং।

Boult Maverick TWS ইয়ারবাড: দাম ও উপলব্ধতা

Boult Maverick TWS ইয়ারবাডটি ভারতে লঞ্চ করা হয়েছে 1,799 টাকা দামে। 15 সেপ্টেম্বর থেকে এটি অ্যামাজ়ন, ফ্লিপকার্ট এবং বোল্ট অডিও-র অফিসিয়াল সাইটে প্রথম বার সেলে উপলব্ধ হবে।

Boult Maverick TWS ইয়ারবাড: স্পেসিফিকেশন

Boult Maverick TWS ইয়ারবাডে রয়েছে 10mm ড্রাইভার্স, যার সঙ্গে সুপারবেস বুমএক্স দেওয়া হয়েছে। কলিং কোয়ালিটি আরও উন্নত করার জন্য কোয়াড-মিক প্রযুক্তি দেওয়া হয়েছে। ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি সাপোর্ট করে এটি। ভয়েস অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট করবে এই ইয়ারবাড।

ব্যাটারির দিক থেকে দেখতে গেলেও সস্তার এই ইয়ারবাডটি দুর্ধর্ষ। একবার চার্জ দিলে একটানা 7 ঘণ্টার ব্যাকআপ দিতে পারে। কেসের ভিতরে রাখলে এর ব্যাকআপ 35 ঘণ্টা। এছাড়াও ফাস্ট চার্জিং সাপোর্ট করে ইয়ারবাডটি। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, মাত্র 10 মিনিট চার্জ দিলে 120 মিনিটের প্লেব্যাক দিতে পারে Boult Maverick TWS ইয়ারবাড।

Next Article