AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electric Blanket: শীতে লেপ-কম্বল সরিয়ে কিনে নিন এই ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, মালুম হবে না ঠান্ডা

Electric Blankets Price: এই কম্বল বিছানার চাদর গরম করার কাজ করে। এটি বিছানায় ছড়িয়ে দেওয়ার পরে, এটি বিছানা গরম করে দেয়। ফলে বুঝতেই পারছেন এটি ব্যবহার করা কতটা সহজ। তবে বৈদ্যুতিক কম্বল ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। সেগুলি জেনে নিন।

Electric Blanket: শীতে লেপ-কম্বল সরিয়ে কিনে নিন এই ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, মালুম হবে না ঠান্ডা
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 11:17 AM
Share

জাঁকিয়ে শীত আসার আগে সব রকম ব্যবস্থা করে নিন। এখনও হতো কম্বল বা লেপ লাগছে না, তবে আর মাত্র ক’টা দিন। তারপরেই মাথা অবধি ঢাকা দিয়েও শীতে কাঁপবেন। তবে ঘরে হিটার লাগানোর মতো ঠান্ডা আর কই বা পড়ে। তাই টাকা খরচ করে হিটার না কিনে হিটিং কম্বল কিনে নিতে পারেন। ভাবছেন তো সেটা আবার কী? চলুন জেনে নেওয়া যাক।

বৈদ্যুতিক কম্বল বা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট-

এটি একটি গরম কম্বল, যা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি শীত থেকে বাঁচাবে। এই কম্বলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি আপনাকে খুব গরম বা খুব ঠান্ডাও করবে না। এই কম্বল বিছানার চাদর গরম করার কাজ করে। এটি বিছানায় ছড়িয়ে দেওয়ার পরে, এটি বিছানা গরম করে দেয়। ফলে বুঝতেই পারছেন এটি ব্যবহার করা কতটা সহজ। তবে বৈদ্যুতিক কম্বল ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। সেগুলি জেনে নিন।

ব্যবহারের আগে দেখে নিন এসব বিষয়-

  • বৈদ্যুতিক কম্বলে শিশু এবং বয়স্কদের একা রাখবেন না। এতে বেশি গরম হয়ে গিয়ে বিপদ হতে পারে।
  • বৈদ্যুতিক কম্বল থেকে পোষ্যদের দূরে রাখুন। ওদের কোনওভাবেই এত ভিতরে ঢুকতে দেবেন না। এছাড়াও পোষ্যের নখ লেগে ছিঁড়ে যেতে পারে।
  • বৈদ্যুতিক কম্বল ভাঁজ করবেন না এবং এটি পাওয়ার সকেটের সঙ্গে কানেক্ট করা থাকে। ফলে ভাঁজ করে দিলে কম্বলের ক্ষতি হতে পারে।
  • বৈদ্যুতিক কম্বলে ফুটো বা কোনও ধরনের সেলাই করবেন না। ফুটো হয়ে গেলে এই কম্বল কোনওভাবেই গরম হবে না।
  • বৈদ্যুতিক কম্বল ধোয়া যায় না। অতএব, এটি ধোয়ার চেষ্টা করবেন না।
  •  বৈদ্যুতিক কম্বল ভিজে গেলে, এটি পাওয়ার সকেটে প্লাগ করবেন না। এতে কম্বলের ক্ষতি হতে পারে।

বৈদ্যুতিক কম্বলের দাম কত?

যদিও এর দাম 1,999 টাকা, তবে এটি ফ্লিপকার্টে 949 টাকায় পাওয়া যাচ্ছে। এটি বিভিন্ন রঙে পাওয়া যায়। আপনি অনলাইনে বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন।