Google-HP সস্তায় নিয়ে আসছে ল্যাপটপ, শুরুতে কত দামে পাবেন গ্রাহকরা?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 01, 2023 | 4:35 PM

Google-HP Laptop: ভারতীয় বাজেরে কম দামের Chromebook ল্যাপটপ আনাই এখন কোম্পানিদুটির লক্ষ্য। এইচপি এবং গুগল শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের চাহিদা মেটাতে এই কাজ করেছে। অর্থাৎ একথা বলা যেতেই পারে, উভয় সংস্থার হাত মিলানোর উদ্দেশ্য হল এই প্রযুক্তি সংস্থাগুলি বাজারে সস্তার ল্যাপটপ চালু করা।

Google-HP সস্তায় নিয়ে আসছে ল্যাপটপ, শুরুতে কত দামে পাবেন গ্রাহকরা?

Follow Us

এইচপি (HP) এবং গুগল (Google) উভয়ই বড় টেক কোম্পানি। তবে এবার তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু তার কারণ কী? ভারতীয় বাজেরে কম দামের Chromebook ল্যাপটপ আনাই এখন কোম্পানিদুটির লক্ষ্য। এইচপি এবং গুগল শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের চাহিদা মেটাতে এই কাজ করেছে। অর্থাৎ একথা বলা যেতেই পারে, উভয় সংস্থার হাত মিলানোর উদ্দেশ্য হল এই প্রযুক্তি সংস্থাগুলি বাজারে সস্তার ল্যাপটপ চালু করা। একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে, Chromebook ল্যাপটপ মডেলগুলি 20 হাজার টাকায় লঞ্চ করা যেতে পারে। এই আসন্ন মডেলগুলি চেন্নাইয়ের কাছে ফ্লেক্স ফ্যাসিলিটিতে তৈরি করা হবে। HP কোম্পানিটি 2020 সালের অগস্ট থেকে এই জায়গায় (ফ্লেক্স ফ্যাসিলিটি) ডেস্কটপ এবং ল্যাপটপ তৈরি করছে। আগামী 2 অক্টোবর থেকে এসব মডেলের উৎপাদন শুরু হতে পারে। কোম্পানির মতে, শিক্ষার্থীদের চাহিদা মেটাতে বাজারে আনা হবে কম দামের ল্যাপটপ। এই প্রথম ভারতে Chromebook-এর উৎপাদন করা হবে।

গুগল এইচপি ল্যাপটপের ফিচার:

গুগল এবং এইচপি কোম্পানির এই আসন্ন মডেলগুলিতে আপনি ঠিক কী ধরনের ফিচার দেখতে পাবেন, সেই সম্পর্কে এখনই কিছু জানায়নি। তবে এটা নিশ্চিত যে এইচপি এবং গুগল উভয়ই শিক্ষার্থীদের চাহিদার কথা মাথায় রেখে এই মডেলগুলি ডিজাইন করবে এবং এই মডেলগুলিতে এমন ফিচার দেওয়ার চেষ্টা করবে যা তাদের প্রয়োজন।

JioBook-কে কি টেক্কা দিতে পারবে?

HP এবং Google এর আগে, JioBook ইতিমধ্যেই এই দামের রেঞ্জে বাজারে পাওয়া যাচ্ছে, এই মডেলটির দাম 16 হাজার 499 টাকা। আপনি রিলায়েন্স ডিজিটাল, জিও মার্ট এবং অ্যামাজন থেকে এই ডিভাইসটি কিনতে পারেন। এতে 11.6 ইঞ্চি এইচডি স্ক্রিন সহ, গতি এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ল্যাপটপ একবার সম্পূর্ণ চার্জ হলে 8 ঘন্টারও বেশি ব্যাটারি লাইফ দেয়।

Next Article