Jio AirFiber: মাস্কের স্টারলিঙ্ক পরিষেবা শুরুর আগে ছোট্ট এই ডিভাইসেই Jio-র কঠিন চ্যালেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 15, 2023 | 8:29 PM

Jio AirFiber হল অনেকটা Jio Fiber-এর মতোই। তফাতটা হল Jio AirFiber ব্যবহার করার জন্য কোনও ফিজ়িক্যাল কানেকশনের প্রয়োজন নেই। Jio AirFiber কানেকশন নিলে কাস্টমাররা সম্পূর্ণ বিনামূল্যে একটি WiFi রাউটার পেয়ে যাবেন। আর সেই রাউটারের মাধ্যমেই আপনার সারা ঘর বা অফিসের সর্বত্র 5G নেটওয়ার্কের কভারেজের আওতায় রাখতে পারেন।

Jio AirFiber: মাস্কের স্টারলিঙ্ক পরিষেবা শুরুর আগে ছোট্ট এই ডিভাইসেই Jio-র কঠিন চ্যালেঞ্জ
নতুন ডিভাইসেই Jio-র নয়া বাজি!

Follow Us

ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা Starlink ভারতে তাদের পরিষেবা শুরু করতে প্রস্তুত। কিন্তু তার আগেই মাস্কের সংস্থাকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। তার কারণ, মুকেশ আম্বানির পুত্র আকাশ আম্বানি সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে তাঁর সংস্থা অর্থাৎ Reliance Jio-র স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ঝলক দেখিয়েছেন। JioSpace Fiber পরিষেবাও ভারতে খুব শীঘ্রই চালু করা হবে জানিয়েছেন আকাশ আম্বানি। তবে রিলায়েন্স জিও এই মুহূর্তে বাজি ধরছে ছোট্ট একটি ডিভাইস দিয়ে। ছোট্ট সেই Jio AirFiber ডিভাইসটির সাহায্যে যে কোনও জায়গায়, যে কোনও মুহূর্তে ব্যবহারকারীরা হাই-স্পিড 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

প্রাথমিক ভাবে Jio AirFiber পরিষেবাটি দেশের আটটি শহরে চালু করা হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই সেই পরিষেবা দেশের আরও 115 শহরে চালু করে দেওয়া হয়েছে। গুজরাত, মহারাষ্ট্র, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ু, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশের একাধিক শহরে জিও ব্যবহারকারীরা এয়ারফাইবার ব্যবহার করতে পারছেন।

Jio AirFiber হল অনেকটা Jio Fiber-এর মতোই। তফাতটা হল Jio AirFiber ব্যবহার করার জন্য কোনও ফিজ়িক্যাল কানেকশনের প্রয়োজন নেই। Jio AirFiber কানেকশন নিলে কাস্টমাররা সম্পূর্ণ বিনামূল্যে একটি WiFi রাউটার পেয়ে যাবেন। আর সেই রাউটারের মাধ্যমেই আপনার সারা ঘর বা অফিসের সর্বত্র 5G নেটওয়ার্কের কভারেজের আওতায় রাখতে পারেন। শুধু তাই নয়। ওয়াই-ফাই ডিভাইস ছাড়াও এই পরিষেবার মাধ্যমে আপনি পেয়ে যাবেন একটি 4K স্মার্ট সেট টপ বক্স এবং ভয়েস অ্যাক্টিভ রিমোট।

Jio AirFiber ব্যবহারকারীরা এই মুহূর্তের প্রায় সমস্ত OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন। সেই ফ্রি সাবস্ক্রিপশন কাজে লাগিয়ে ব্যবহারকারীরা ওটিটি অ্যাপগুলির নানাবিধ কনটেন্ট চাক্ষুষ করতে পারেন টিভি, ল্যাপটপ, মোবাইল বা ট্যাবলেট থেকে। আকর্ষণীয় বিষয়টি হল, Jio AirFiber-এর সাবস্ক্রিপশন খরচও খুব কম, মাত্র 599 টাকা। সবথেকে বেশি দামি প্ল্যানের জন্য ব্যবহারকারীদের 3,999 টাকা খরচ করতে হবে এবং তার পরিবর্তে 1000 mbps স্পিড পাওয়া যাবে।

Next Article