বড় 2.01 ইঞ্চি ডিসপ্লের XWatch-B2 নিয়ে এল Promate, দাম 2,499 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 09, 2023 | 5:07 PM

Promate XWatch-B2 স্মার্টওয়াচটিতে রয়েছে 2.01 ইঞ্চির TFT ডিসপ্লে এবং একাধিক হেল্থ ও ফিটনেস ফিচার্স। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্মার্টওয়াচটি- নীল, কালো এবং গ্রাফাইট। এই নতুন স্মার্টওয়াচের দাম মাত্র 2,499 টাকা। আকর্ষণীয় বিষয়টি হল স্মার্টওয়াচটির সঙ্গে 12 মাসের ওয়ারান্টি দেওয়া হচ্ছে। কেবল Amazon থেকেই এই স্মার্টওয়াচ ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

বড় 2.01 ইঞ্চি ডিসপ্লের XWatch-B2 নিয়ে এল Promate, দাম 2,499 টাকা
2 ইঞ্চিরও বড় ডিসপ্লে স্মার্টওয়াচ।

Follow Us

Promate ভারতে একটি সস্তার স্মার্টওয়াচ লঞ্চ করেছে। সংস্থার ওয়্যারেবল পোর্টফোলিওর সেই নতুন মডেলের নাম Promate XWatch-B2। নতুন স্মার্টওয়াচটিতে রয়েছে 2.01 ইঞ্চির TFT ডিসপ্লে এবং একাধিক হেল্থ ও ফিটনেস ফিচার্স। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্মার্টওয়াচটি- নীল, কালো এবং গ্রাফাইট। এই নতুন স্মার্টওয়াচের দাম মাত্র 2,499 টাকা। আকর্ষণীয় বিষয়টি হল স্মার্টওয়াচটির সঙ্গে 12 মাসের ওয়ারান্টি দেওয়া হচ্ছে। কেবল Amazon থেকেই এই স্মার্টওয়াচ ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Promate XWatch-B2 স্মার্টওয়াচে রয়েছে 123টিরও বেশি ভিন্ন স্পোর্টস মোড, যা আপনার যাবতীয় কার্যকলাপের ট্র্যাকিং করতে সক্ষম। স্মুধ পারফরম্যান্স এবং কুইক পেয়ারিংয়ের জন্য স্মার্টওয়াচটিতে রয়েছে 5.2 টেকনোলজি।

এই লেটেস্ট Promate স্মার্টওয়াচটি 240X296 পিক্সেল রেজ়োলিউশন অফার করছে, যার পিক ব্রাইটনেস 500 নিটস। বেশ বড় একটি স্ক্রিন রয়েছে এই স্মার্ট হাতঘড়িতে, যা আপনাকে নিরবচ্ছিন ভাবে নেভিগেট করতে দেবে। পাশাপাশি এ-ও নিশ্চিত করবে, যাতে সব কাজ আপনি ঘড়িতে জাস্ট একবার ক্লিক করার সঙ্গেই সম্পন্ন করতে পারেন। প্রায় 200টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে এই ঘড়িটির। ব্যবহারকারীর মুড ও পোশাকের সঙ্গে যাতে ম্যাচ করে, সেই দিকটা মাথায় রেখেই ওয়াচ ফেসগুলি দেওয়া হয়েছে।

XWatch-B2 স্মার্টওয়াচে ইক্যুইপ করা রয়েছে ActiveLifeTM হেল্থ স্যুইট। সেই হেল্থ স্যুইটের মধ্যে রয়েছে নানাবিধ হেলথ সেন্সর, একটি বিল্ট-ইন পেডোমিটার। পাশাপাশি এই হেল্থ স্যুইটটি এমনই ক্ষমতাসম্পন্ন যা হের্ট রেট থেকে শুরু করে ব্লাড অক্সিজ়েন লেভেন, স্লিপ প্যাটার্ন সহ আরও অনেক কিছুই নিখুঁত ভাবে ট্র্যাক করতে পারে।

এই স্মার্টওয়াচটি আপনি তখনই অপারেট করতে পারবেন এবং এর যাবতীয় ফিচারের সুবিধা পাবেন, যখন ফোন থেকে XWatch অ্যাপটি ডাউনলোড করবেন। এখন এই নতুন স্মার্টওয়াচ লঞ্চের মধ্যে দিয়েই Xwatch-S19 এবং Xwatch-B19 এর পাশাপাশি সংস্থাটি তাদের প্রোডাক্ট কোয়ালিটিতে আর একটি নতুন মডেল যোগ করল।

Next Article