ইয়ারবাডের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। ফলে সেই সঙ্গে পাল্লা দিয়ে কোম্পানিগুলিও একের পর এক নতুন ইয়ারবাড বাজারে আনছে। সেই মতোই Sony WF-1000XM5 TWS ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এটিতে 8 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পেয়ে যাবেন। এমনকি ধুলো, বালি, জল থেকে রক্ষা করবে। কারণ তার জন্য এতে IPX4 রেটিং দেওয়া হয়েছে। তবে এটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হয়েছে, যার কারণে এর দাম প্রায় 24,990 টাকা। দাম বেশি হওয়ায় কোম্পানি এতে ছাড়ও দিচ্ছে। তাই এই সুযোগ হাতছাড়া না করে, কম দামেই কিনে নিতে পারেন এই নতুন ইয়ারবাডটি। জেনে নেওয়া যাক এতে কী অফার দিচ্ছে কোম্পানি। এছাড়াও এতে বিশেষ কী কী ফিচার ব্যবহার করে হয়েছে তাও জেনে নিন।
Sony WF-1000XM5 TWS-এর দাম ও অফার:
এই ইয়ারবাডগুলি ভারতে 24,990 টাকায় লঞ্চ করা হয়েছে। লঞ্চ অফারের অধীনে, 3,000 টাকার ক্যাশব্যাক দেওয়া হবে, তারপরে এর দাম হয়ে যাবে 21,990 টাকা। প্রি-অর্ডার 27 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে এবং 15 অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যদি বুক করেন, তাহলে এর সঙ্গে বিনামূল্যে Sony SRS-XB100 পোর্টেবল ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন। ইয়ারবাডটি Sony সেন্টার, অনলাইন ও অফলাইন স্টোর থেকে কেনা যাবে। আপনি কালো এবং প্ল্যাটিনাম সিলভার রঙে কিনতে পারবেন।
Sony WF-1000XM5-এর ফিচার দেখে নিন:
Sony WF-1000XM5-এর প্রতিটি ইয়ারবাডে তিনটি মাইক্রোফোন রয়েছে, যার মধ্যে ডুয়াল ফিডব্যাক মাইক্রোফোন রয়েছে। এছাড়া এতে নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি দেওয়া হয়েছে, যার জন্য ডেডিকেটেড V2 এবং QN2e HD নয়েজ ক্যান্সেলেশন প্রসেসর দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, আপনি এতে নয়েজ আইসোলেশন ইয়ারবাড টিপস পেয়ে যাবেন, যা বিশেষ ফোম উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এই নতুন ইয়ারবাডে হাই-রেজোলিউশন অডিয়ো সাপোর্ট করে। এতে 360 রিয়েলিটি অডিয়ো রয়েছে। Sony WF-1000XM5 এর হেড ট্র্যাকিং নামে একটি ফিচার রয়েছে। এটি IPX4 রেটিং সহ বাজারে আনা হয়েছে। এর সঙ্গে 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেওয়া হয়। কোম্পানির দাবি, এটি 3 মিনিট চার্জ দিলেই আপনি এক ঘন্টা গান শুনতে পারবেন।