TCL নিয়ে এল মেগা দিওয়ালি সেল, টিভি কিনলে 2 কোটি টাকা পর্যন্ত স্পেশাল গিফট

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 11, 2023 | 3:11 PM

TCL's Diwali Sale: TCL-এর QLED, Mini LED এবং 4K TV কম দামে কেনা যাবে। আপনি যদি একটি টিভি কিনেন এবং কোম্পানির একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ব্যবহারকারীরা 2 কোটি টাকা পর্যন্ত বিশেষ উপহার জেতার সুযোগ রয়েছে, এমনটাই জানিয়েছে কোম্পানি।

TCL নিয়ে এল মেগা দিওয়ালি সেল, টিভি কিনলে 2 কোটি টাকা পর্যন্ত স্পেশাল গিফট

Follow Us

শুধু ই-কমার্স সাইটগুলিই নয়, দীপাবলি উপলক্ষ্যে বিভিন্ন কোম্পানিও অফার দিচ্ছে। TCL-ও সেই তালিকায় এবার নিজের নাম যোগ করল। কোম্পানিটি তার কিছু জিনিসের উপর দুর্দান্ত অফার দিচ্ছে। এছাড়াও, 2 কোটি টাকা পর্যন্ত উপহার জেতার সুযোগও দেওয়া হচ্ছে। কোম্পানি QLED/মিনি এলইডি টিভি বা 65 ইঞ্চি বা তার বেশি টিভি কেনার প্ল্যান করে থাকলে, এই সেলে তা অনেক কম দামে কিনে নিতে পারেন।

দিওয়ালি সেল অফার:

TCL-এর মেগা দিওয়ালি সেল সারা দেশে অফলাইন রিটেল স্টোর, ব্র্যান্ড এবং সমস্ত ডিলারশিপ স্টোরেই আয়োজন করা হয়েছে। আপনার যদি Kotak, AU, ICICI, SBI, HDFC, Federal, IDFC, DBS, Bank of Baroda এবং Yes Bank-এর ডেবিট/ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি অতিরিক্ত অনেক সুবিধাও পেয়ে যাবেন। এই অফার পাবেন নভেম্বরের শেষ পর্যন্ত। TCL-এর QLED, Mini LED এবং 4K TV কম দামে কেনা যাবে। আপনি যদি একটি টিভি কিনেন এবং কোম্পানির একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ব্যবহারকারীরা 2 কোটি টাকা পর্যন্ত বিশেষ উপহার জেতার সুযোগ রয়েছে, এমনটাই জানিয়েছে কোম্পানি।

TCL-এর 65 ইঞ্চি টিভিতে বিশেষ কী আছে?

TCL-এর 65 ইঞ্চি টিভিতে Google Assistant-এর সাপোর্ট রয়েছে। অর্থাৎ আপনি কথা বলেও টিভি নিয়ন্ত্রণ করতে পারেন। এতে HDR 10 সাপোর্ট সহ 4K Google TV দেওয়া হয়েছে। এটি Netflix, YouTube, Prime Video এবং 7000+ অ্যাপ সাপোর্ট করে। এই টিভির রিফ্রেশ রেট 60 Hz। এর সঙ্গে 2 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন।

TCL 55 ইঞ্চি 4K Ultra HD Smart QLED Google TV:

এই টিভিটি কিনতে আপনি এর সঙ্গে 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এটির রিফ্রেশ রেট 60 Hz। এর সাউন্ড আউটপুট 56 ওয়াট। এতে ডলবি অ্যাটমস সাপোর্ট করে। এতে 3টি HDMI পোর্ট রয়েছে। এটি গুগল টিভি। এতে রয়েছে 2 GB RAM এবং 16 GB স্টোরেজ। এগুলোর মধ্যে অন্তর্নির্মিত অ্যাপ রয়েছে, যাতে Netflix, Prime Video, Disney + Hotstar অ্যাপ সাপোর্ট করে।

Next Article