Tecno Megabook T1 ল্যাপটপ লঞ্চ হয়ে মাত্র 37,999 টাকায়, ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন
Tecno Megabook T1 ল্যাপটপটি লঞ্চ করা হয়েছে অ্যামাজ়ন স্পেশাল অফার হিসেবে। 13 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আর্লি বার্ড অফারটি। 19 সেপ্টেম্বর পর্যন্ত সেই অফারে মাত্র 37,999 টাকাতেই পাওয়া যাবে টেকনোর নতুন ল্যাপটপটি। এখন প্রশ্ন হচ্ছে, অফার শেষ হয়ে গেলে ল্যাপটপটি কত দামে পাওয়া যাবে?
Tecno ভারতে একটি চমৎকার ল্যাপটপ নিয়ে এসেছে। Transsion Group-এর এই ব্র্যান্ডটি যে নতুন ল্যাপটপ লঞ্চ করেছে, তার নাম Megabook T1 ল্যাপটপ। এই নতুন টেকনো ল্যাপটপ চালিত হচ্ছে 11th জেনারেশন Intel প্রসেসরের সাহায্যে, যা i3, i5 এবং i7 সাপোর্ট করবে। প্রসেসরটি পেয়ার করা রয়েছে 16GB RAM এবং SSD স্টোরেজের সঙ্গে, যা 1TB পর্যন্ত জায়গা দিতে পারবে। ইন্ট্রোডাক্টারি অফারে এই ল্যাপটপ আপনি কয়েক দিনের জন্য পেয়ে যাবেন মাত্র 37,999 টাকায়।
Tecno Megabook T1 ল্যাপটপটি লঞ্চ করা হয়েছে অ্যামাজ়ন স্পেশাল অফার হিসেবে। 13 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আর্লি বার্ড অফারটি। 19 সেপ্টেম্বর পর্যন্ত সেই অফারে মাত্র 37,999 টাকাতেই পাওয়া যাবে টেকনোর নতুন ল্যাপটপটি। এখন প্রশ্ন হচ্ছে, অফার শেষ হয়ে গেলে ল্যাপটপটি কত দামে পাওয়া যাবে?
এই ল্যাপটপের Intel Core i7 ভ্যারিয়েন্ট ও তার সঙ্গে 16GB RAM+1TB SSD কনফিগারেশন মডেলের দাম 57,999 টাকা। অন্য দিকে ল্যাপটপটির Intel Core i5 variant with 16GB RAM+512GB SSD ভ্যারিয়েন্টের দাম 47,999 টাকা। এক্কেবারে সর্বশেষ অর্থাৎ এন্ট্রি-লেভেলের মডেল অর্থাৎ 8GB RAM+512GB SSD-র দাম 37,999 টাকা। এছাড়া Core i7, Core i5 এবং Core i3 ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে 59,999 টাকা, 49,999 টাকা এবং 39,999 টাকা।
নতুন Tecno Megabook T1 ল্যাপটপে রয়েছে একটি 15.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার পিক ব্রাইটনে, 350 নিটস এবং 100% sRGB হাই গ্যামুট দিতে পারে। ল্যাপটপটিতে টু-ইন-ওয়ান পাওয়া কি ইন্টিগ্রেট করা হয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহযোগে। এর দ্বারা ল্যাপটপটি আরও সুরক্ষিত হবে। দেওয়া হয়েছে একটি 2MP FHD প্রাইভেসি ক্যামেরা। অডিওর জন্য রয়েছে DTS X ইমারসিভ সাউন্ড এবং টেকনো অডিও ল্যাব। একটি 70Wh ব্যাটারি দেওয়া হয়েছে এই ল্যাপটপে, যা এক চার্জে 17.5 ঘণ্টার ব্যাটারি লাইফ দিতে পারে। এই ল্যাপটপটি 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।