UPI123Pay: ইন্টারনেট ছাড়া ফোন থেকে কীভাবে টাকা পাঠাবেন? মুশকিল আসানে হাজির ইউপিআই১২৩পে

UPI123Pay: ফোনে ইন্টারনেট না থাকলেও ডিজিটাল ট্রানজাকশন (Digital Transaction) করা যাবে ইউপিআই১২৩পে (UPI123Pay) অ্যাপের মাধ্যমে। লাগবে না স্মার্টফোনও (Feature Phone)। কীভাবে করবেন? দেখে নিন।

UPI123Pay: ইন্টারনেট ছাড়া ফোন থেকে কীভাবে টাকা পাঠাবেন? মুশকিল আসানে হাজির ইউপিআই১২৩পে
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 1:16 PM

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) একত্রিত হয়েছে একটি ইউপিআই (UPI123Pay) ফাংশন চালু করেছে ফিচার ফোনের (Feature Phone) জন্য। এই নতুন ইউপিআই ফাংশন জানার আগে জেনে নেওয়া প্রয়োজন যে ফিচার ফোন আসলে কী? হালফিলের স্মার্টফোনের আগে যেসব ফোন বাজারে চলত তাকেই এখন বলা হয় ফিচার ফোন। এই সমস্ত ফোনের জন্য নয়া উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে নতুন ইউপিআই ফাংশন, যার সাহায্যে ইন্টারনেট ছাড়াই আর্থিক লেনদেন সম্ভব হবে। মূলত ভারতবাসীকে বিশেষ করে গ্রামীণ জনতাকে ক্যাশলেস ইন্ডিয়া এবং ডিজিটাল ট্রানজাকশনের আওতায় আন্তেই চালু হয়েছে এই অভিনব উপায়। দেশে যেখানে ‘ডিজিটাইজেশন’- এর হাওয়া বইছে, সেখানে এখনও বেশ অনেক জায়গাতেই ইন্টারনেটের বিপুল সমস্যা রয়েছে। সেইসব এড়িয়েও যাতে মানুষ অনলাইনে টাকাপয়সার লেনদেনে অভ্যস্ত হতে পারেন, তাই জন্য তৈরি হয়েছে নতুন ইউপিআই১২৩পে।

গ্রামীণ জনতাকে ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত করানোর জন্য নতুন ইউপিআই ব্যবস্থার সঙ্গে থাকছে একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন, যার নাম ডিজিসাথী। এই হেল্পলাইনের সাহায্যে গ্রাহকরা সহজে টাকাপয়সা পাঠানোর বিষয়ে জানতে যেমন পারবেন, তেমনই ডিজিটাল সার্ভিস সম্পর্কেই বিশদে তথ্য জানার সুযোগ থাকবে। প্রতারণার ব্যাপারেও আগাম জানতে পেরে সতর্ক থাকার সুযোগ পাবেন গ্রাহকরা।

এবার দেখে নেওয়া যাক ইউপিআই১২৩পে কীভাবে ব্যবহার করবেন এবং এর বিভিন্ন ফিচারগুলো কী কী

আরবিআই এবং এনপিসিআই- এর দ্বারা লঞ্চ হওয়া ইউপিআই১২৩পে আসলে এমন একটি ফিচার যার সাহায্যে ইন্টারনেট ছাড়াও ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন সম্ভব। এখানে একাধিক ভাষার সাপোর্ট রয়েছে। অর্থাৎ ইউজাররা নিজের পছন্দ অনুযায়ী ভাষা বেছে নিয়ে এই ইউপিআই১২৩পে- তে কাজ করতে পারবেন। গ্রামের মানুষের সুবিধার্থেই এই ভাষার ব্যবহার রাখা হয়েছে। ব্যবসায়িক ভিত্তি ছাড়া ব্যক্তিগত ক্ষেত্রেও এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব।

কীভাবে এই অ্যাপ ব্যবহার করবেন?

ফোন করুন, বেছে নিন, পেমেন্ট করুন— এই তিনটি ধাপে ইউপিআই১২৩পে অ্যাপের সাহায্যে কাজ করা যাবে। ব্যবহার করা খুবই সহজ। দেখে নিন কয়েকটি সহজ পদ্ধতি।

১। প্রথমে ইউপিআই১২৩পে- এর সঙ্গে ইউজারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে।

২। এরপর ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি ইউপিআই পিন সেট করতে হবে।

৩। এই দুটো কাজ হয়ে গেলে ইউজার নিজের ফিচার ফোন থেকে আইভিআই নম্বরে ফোন করে সার্ভিস বেছে নেবেন। সেখানে টাকা পাঠানো থেকে শুরু করে ইলেকট্রিক বিল এবং গ্যাসের বিল দেওয়া ও আরও অনেক কিছুই রয়েছে।

৪। টাকা পাঠাতে হলে প্রথমে সার্ভিস বেছে নিতে হবে। তারপর যাকে টাকা পাঠাতে চান তাঁর নম্বর দিতে হবে। এরপর টাকার অ্যামাউন্ট আর পিন সেট করতে হবে।

৫। কোনও ব্যবসায়ীক টাকা পাঠাতে হলে দুটো পদ্ধতি রয়েছে। প্রথমত ইউজার অ্যাপের সাহায্যে টাকা পাঠাতে পারেন। দ্বিতীয়ত মিসড কলের মাধ্যমেও টাকা পাঠানো সম্ভব। এর পাশাপাশি তাড়াতাড়ি ডিজিটাল ট্রানজাকশন করার জন্য ভয়েস মেথডেরও সাহায্য নেওয়া যাবে।