4G স্মার্টফোন কিনলে টানা দুই বছর প্রতি মাসে আপনাকে 100 টাকা দেবে Vodafone Idea
Vi Cashback Offer For 2G Users: আপনি কি ভোডাফোন আইডিয়ার সিম ব্যবহার করেন? আপনার কাছে এখনও একটা টুজি মোবাইল রয়েছে? তাহলে একটা স্মার্টফোন কিনে নিন, যা 4G সাপোর্টেড। তাহলেই Vodafone Idea প্রতি মাসে আপনাকে 100 টাকা করে দেবে।

2022 সালে পদার্পণ করেছি আমরা। আর দেখতে দেখতে বছরের একবারে মাঝপথে চলে এসেছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক বা 5G চালু হয়েছে বা হতে চলেছে। ভারতেও চলতি বছরের অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই 5G চালু হয়ে যাবে। তবে দেশের একটা বড় অংশের মানুষ এখনও 2G নেটওয়ার্কের উপরে নির্ভরশীল। তার একটা বড় কারণ হল 4G স্মার্টফোনের দাম। দেশের সেই সব 2G ফিচার ফোন ব্যবহারকারীদের 4G-তে রূপান্তরিত করতে বড় অফার নিয়ে হাজির হল দেশের নামজাদা টেলিকম সংস্থা Vodafone Idea বা Vi। এবার যদি কোনও ভোডাফোন আইডিয়ার সিম ব্যবহারকারী একটা নতুন 4G স্মার্টফোন ক্রয় করেন, তাহলে তাঁকে প্রতি মাসে 100 টাকা করে দিতে চলেছে এই টেলকো। কীভাবে এই অফারটি আপনি পাবেন, এখনই একবার দেখে নেওয়া যাক।
2G কাস্টমারদের জন্য Vodafone Idea-র 4G স্মার্টফোন অফার
সংবাদমাধ্যম টেলিকম টক সর্বপ্রথম এই অফারের সত্যতা যাচাই করে একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে অফারটি উপলব্ধ থাকবে 30 জুন, 2022 পর্যন্ত। নিম্নলিখিত পদ্ধতিগুলির মাধ্যমে এই অফারটি আপনি উপলব্ধ করতে পারবেন –
পদ্ধতি 1: আপনি যদি Vi ব্যবহারকারী হন এবং আপনার কাছে যদি একটি 2G হ্যান্ডসেট থাকে, তাহলে এবার 4G-তে আপগ্রেড করিয়ে নেওয়ার সময় এসে গিয়েছে।
পদ্ধতি 2: অফারটি উপলব্ধ করতে আপনি যদি যোগ্য কাস্টমার হন, তাহলে Vi-এর কাছ থেকে একটি মেসেজ পেয়ে যাবেন।
পদ্ধতি 3: প্রথমেই আপনাকে 299 টাকা বা তার বেশি কোনও আনলিমিটেড প্ল্যান রিচার্জ করতে হবে। তাহলে আপনি পরবর্তী 24 মাস 100 টাকা করে ক্যাশব্যাক পেয়ে যাবেন।
পদ্ধতি 4: Vi মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিন। সেখানে গিয়ে মাই কুপনস সেকশনে দেখতে পাবেন, 100 টাকা x 24 মান্থলি ক্যাশব্যাক অফারটি দেখতে পাবেন।
পদ্ধতি 5: এবার পরবর্তী 299 টাকা বা তার বেশি রিচার্জের ক্ষেত্রে 100 টাকা মাসিক ক্যাশব্যাকের অপশনটি দেখবেন আপনার জন্য উপলব্ধ হয়ে গিয়েছে।
কারা এই সুবিধা উপভোগ করতে পারবেন
1) এই অফারটি কেবল মাত্র Vi প্রিপেড ব্যবহারকারীদের উপলব্ধ। তাই 100 টাকা ক্যাশব্যাক অফারটি পেতে এখনই প্রিপেড থেকে পোস্টপেডে শিফ্ট করতে যাবেন না। আবার পরবর্তী 24 মাস 299 টাকার থেকে কম দামের কোনও প্রিপেড প্যাক রিচার্জ করবেন না। তা হলে অফারটি আর পাবেন না।
2) কেবল মাত্র যাঁরা 2G থেকে 4G-তে কনভার্ট করবেন, তাঁরাই পাবেন এই অফারটি। আবার এই অফারের লোভে এখনই Vi কানেকশন নিলেও চলবে না। আপনাকে আগে থেকেই Vi ব্যবহারকারী হতে হবে। এছাড়াও Vi অ্যাপের ভিতরে যখন 100 টাকার ক্যাশব্যাক কুপনটি দেখতে পাবেন, তখন তা 30 দিনের জন্যই বৈধ থাকবে। তাই আপনাকে ভাউচারের ব্যবহার চালিয়ে যেতে হবে।
