স্যামসাংয়ের স্মার্টটিভি লঞ্চ হয়েছে ভারতে, পাঁচটি স্ক্রিন সাইজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই টেলিভিশন
স্যামসাংয়ের এই স্মার্ট টিভি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের পাশাপাশি স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং দেশের অন্যান্য বিখ্যাত ইলেকট্রনিক্স স্টোরে পাওয়া যাবে।
ভারতে স্মার্ট টিভি লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। জানা গিয়েছে, Samsung Neo QLED TV লঞ্চ হয়েছে। নিউ রেঞ্জের এই স্মার্ট টেলিভিশনে থাকবে কোয়ান্টাম মিনি-এলইডি লাইট সোর্স এবং নিও কোয়ান্টাম প্রসেসর। জানা গিয়েছে, ৪কে এবং ৮কে, দু’টি ভ্যারিয়েন্টেই ভারতে লঞ্চ হবে স্যামসাংয়ের নিও কোয়ান্টাম এলইডি টেলিভিশন। মোট পাঁচটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে এই টিভি। ৫০ ইঞ্চি থেকে শুরু হবে স্ক্রিন সাইজ। রয়েছে ৮৫ ইঞ্চি পর্যন্ত।
ভারতে এই স্মার্ট টিভির দাম
স্যামসাং কিউএলইডি টিভির দাম শুরু হচ্ছে ৯৯,৯৯০ টাকা থেকে। Neo QLED 8K TV পাওয়া যাবে দু’টি মডেলে। একটি ৭৫ ইঞ্চির QN800A এবং অন্যটি ৮৫ ইঞ্চির QN900A। অন্যদিকে Neo QLED 4K TV- র ক্ষেত্রে রয়েছে একটি মডেল, QN85A। এই মডেলের তিনটি, ৫৫, ৬৫ এবং ৭৫ ইঞ্চি স্ক্রিন সাইজ পাওয়া যাবে। আর QN90A মডেলের ক্ষেত্রে ৫০, ৫৫ ,৬৫, ৭৫ এবং ৮৫ ইঞ্চি— এই পা%চটি স্ক্রিন সাইজ পাওয়া সম্ভব।
স্যামসাংয়ের এই স্মার্ট টিভি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের পাশাপাশি স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং দেশের অন্যান্য বিখ্যাত ইলেকট্রনিক্স স্টোরে পাওয়া যাবে।
Samsung Neo QLED TV- র বিভিন্ন ফিচার
১। মোট পাঁচটি স্ক্রিন সাইজ, ৫০,৫৫, ৬৫, ৭৫ এবং ৮৫ ইঞ্চি… এই পাঁচটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে এই স্মার্ট টিভি।
২। এই টিভিতে রয়েছে কোয়ান্টাম মিনি এলইডি লাইট, যা সাধারণ এলইডি লাইটের তুলনায় ৪০ গুণ ছোট। এছাড়াও রয়েছে কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি।
আরও পড়ুন- একটি ল্যাপটপের দু’টি ডিসপ্লে! ভারতে লঞ্চ হল আসুস জেনবুক সিরিজের ২টো প্রিমিয়াম মডেল
৩। ৪কে এবং ৮কে ভ্যারিয়েন্টের এই স্মার্ট টিভিতে রয়েছে নিও কোয়ান্টাম প্রসেসর। এছাড়াও রয়েছে Motion Xcelerator Turbo+ feature। এই ফিচারের সাহায্যে পিসি এবং কনসোলের গেম এই টিভিতেই খেলা যাবে। সঙ্গে পাওয়া যাবে আলট্রা-ওয়াইড গেম ভিউ এবং ডেডিকেটেড গেম বার।
৪। Object Tracking Sound Pro এবং SpaceFit Sound, এই দু’টি ফিচার রয়েছে স্যামসাংয়ের এই স্মার্ট টিভিতে। দুরন্ত কোয়ালিটির অডিয়ো এক্সপিরিয়েন্স পাবেন গ্রাহকরা।