AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Artificial Intelligence: পোষ্যের ভাষা বুঝবেন আপনি, পোষ্যও বুঝবে আপনার মনের কথা; AI-র কল্যাণে খুলছে নতুন দিগন্ত

AI Pet Language: The Guardian-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লিংকন ইউনিভার্সিটির প্রাণী আচরণ বিষয়ের (Ethology) অধ্যাপক ড্যানিয়েল মিলস জানিয়েছেন, মানুষ এবার থেকে এআই-এর সাহায্যে প্রাণীর সঙ্গে কথা বলতে পারবে।

Artificial Intelligence: পোষ্যের ভাষা বুঝবেন আপনি, পোষ্যও বুঝবে আপনার মনের কথা; AI-র কল্যাণে খুলছে নতুন দিগন্ত
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 4:52 PM
Share

আপনি আপনার মতো করে বাড়ির পোষ্যটির সঙ্গে কথা বলছেন, আর তার বিভিন্ন ইশারা বোঝার চেষ্টা করছেন, যে সে কী বলতে চাইছে। আবার সে আপনার কথাটি বুঝেছে কি না, তাও আপনাকে তার আচরণেই বুঝতে হচ্ছে। তবে এবার বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পোষ্যের ভাষা বুঝতে ব্যবহার করেছেন। ব্যাপারটা ঠিক পরিষ্কার নয়, তাই তো? The Guardian-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লিংকন ইউনিভার্সিটির প্রাণী আচরণ বিষয়ের (Ethology) অধ্যাপক ড্যানিয়েল মিলস জানিয়েছেন, মানুষ এবার থেকে এআই-এর সাহায্যে প্রাণীর সঙ্গে কথা বলতে পারবে। আর সেই কথা বুঝতেও পারবে পোষ্য। অর্থাৎ, প্রাণী ও মানুষের মধ্যে আরও ভাল যোগাযোগ স্থাপন করা সম্ভব। তিনি আরও বলেন যে, “AI বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রাখছে, তেমনি এটি পোষ্য প্রাণীদের জন্যও ব্যবহার করা যেতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা এটাই হবে, আমরা আমাদের পোষ্য প্রাণীদের আচরণ আরও ভালভাবে বুঝতে পারব।”

বিড়াল 276টি মুখের অভিব্যক্তি দেয়…

ড্যানিয়েল মিলস (Daniel Mills’ research) বিড়ালদের মুখের অভিব্যক্তির উপর দীর্ঘদিন ধরে বিভিন্ন গবেষণা করে চলেছেন। তবে এবার এবিষয়ে The Science-এ একটি গবেষণা প্রকাশিত হয়েছে। এই গবেষণাটি প্রকাশ করেছে যে, বিড়ালরা অন্যান্য বিড়ালের সঙ্গে যোগাযোগ করার সময় 276টি মুখের অভিব্যক্তি দেয়। ফলে সেক্ষেত্রে মানুষ নিজের মতো করে পোষ্যদের অভিব্যক্তি বুঝে নেয়। অনেক সময় এমনও হয়, মানুষ যা বোঝে, তার উল্টোটাই বলতে চায় পোষ্য প্রাণীটি।

চিকিৎসায় সাহায্য হবে…

বর্তমানে, ড্যানিয়েল মিলস এবং তার দল পোষ্য প্রাণীর উপর একটি AI সিস্টেম তৈরি করছে, যার সাহায্যে মানুষ খুব সহজেই কুকুর, বিড়াল এবং ঘোড়ার কথোপকথন বুঝতে পারবে। তিনি বলেন, “সাধারণ মানুষ এসব ব্যবহার না করলেও প্রাণী স্বাস্থ্যের (animal health field) ক্ষেত্রে এই সিস্টেম বিশেষ সাহায্য করতে পারে। এতে তাদের যে কোনও চিকিৎসায় সাহায্য হবে।”