New Year In Zero Gravity: নিউ ইয়ার সেলিব্রেশন! শূন্য মাধ্যাকর্ষণে আন্তর্জাতিক স্পেস স্টেশন সাজালেন রাশিয়ান মহাকাশচারীরা

New Year Decoration In SPACE: বৃহস্পতিবার রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমসের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সের্জে প্রোকোপিভ, আনা কিকিনা এবং ডিমিট্রি পেটেলিন নামের তিন মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ডেকোরেট করছেন।

New Year In Zero Gravity: নিউ ইয়ার সেলিব্রেশন! শূন্য মাধ্যাকর্ষণে আন্তর্জাতিক স্পেস স্টেশন সাজালেন রাশিয়ান মহাকাশচারীরা
শূন্য মাধ্যাকর্ষণে আন্তর্জাতিক স্পেস স্টেশন ডেকোরেট করলেন মহাকাশচারীরা।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2022 | 9:02 PM

New Year Decoration In Space: দেখতে দেখতে আরও একটা বছর ঘুরে নতুন একটা বছর আসতে চলেছে। আর বর্ষবরণের রাত মানেই পৃথিবীর মানুষজনের কাছে আলাদা একটা অনুভূতি, আলাদা একটা উন্মাদনা। কিন্তু সেই বর্ষবরণের উন্মাদনার স্বাদ কি মহাকাশচারীরাও নিতে পারেন? নতুন বছরের অন্তত সেই অনুভূতিটাই নিতে মহাকাশচারীরা আন্তর্জাতিক স্পেস স্টেশন ডেকোরেট করলেন। বৃহস্পতিবার রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমসের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সের্জে প্রোকোপিভ, আনা কিকিনা এবং ডিমিট্রি পেটেলিন নামের তিন মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ডেকোরেট করছেন।

Soyuz MS-22 মিশনের কমান্ডার প্রোকেপিভ জানিয়েছেন, মহাকাশে নিউ ইয়ার ডেকোরেশন আমাদের শূন্য অভিকর্ষে কোনও স্থানকে সাজানোর কথা মনে করিয়ে দিয়েছিল।

ভিডিয়োতে তিনি বলেছেন, “”প্রিয় বন্ধুরা! আমরা রসকসমসের কসমোনটেরা সের্জে প্রোকোপিভ, আনা কিকিনা এবং ডিমিট্রি পেটেলিন নতুন বছরের একটি নতুন থিমে সাজিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক যেরকম আমরা এখান থেকে বাড়িতে ফিরে নতুন বছরের গাছ দিয়ে সুন্দর ডেকোরেট করি, ঠিক সেই ভাবেই নতুন বছরের জন্য স্পেস স্টেশনটি আমরা সাজিয়ে তুলেছি। এই ভিডিয়োতে আমরা আপনাদের দেখাব, কীভাবে শূন্য মাধ্যাকর্ষণেও কোনও কিছু সাজানো যায়।”

প্রোকোপিভ, পেটেলিন এবং নাসার মহাকাশচারী ফ্রান্সিসকো রুবিও প্রথম মার্কিন-রাশিয়ান ফ্লাইটের অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে, Roscosmos-এর তরফে দাবি করা হয়েছিল, Soyuz MS-22 মহাকাশযানটি একটি ক্ষুদ্র উল্কাপিণ্ড দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে একটি ছোট গর্তের সৃষ্টি হয়। তারপর তা আইএসএস-এর সঙ্গে ডক করা ক্যাপসুলটিকে উত্তপ্ত করে, যার তাপমাত্রা 30 সেলসিয়াসের উপরে পৌঁছে গিয়েছিল।

Roscosmos এবং NASA উভয়ই জানিয়েছে, এই ঘটনা ISS-এ থাকা মহাকাশচারীদের কোনও বিপদের মধ্যে ফেলেনি। একটি বিবৃতিতে নাসার তরফ থেকে বলা হয়, “স্পেস স্টেশনে থাকা ক্রু সদস্যরা নিরাপদে ছিলেন এবং এই ঘটনার সময় কোনও বিপদে পড়েননি।”