Movie in Space: মহাকাশে সিনেমার শুটিং! পাড়ি দিলেন পরিচালক-অভিনেত্রী
রাশিয়ান সিনেমা 'দ্য চ্যালেঞ্জ'- এ যে ডাক্তারের কথা বলা হয়েছে, তাঁর কাজ মহাকাশে গিয়ে এক নভশ্চরের প্রাণ বাঁচানো।
মহাকাশে সিনেমার শুটিং! প্রথমবার এমন অদ্ভুত এবং বিরল ঘটনার সাক্ষী থাকবেন বিশ্ববাসী। ইতিমধ্যেই তল্পিতল্পা নিয়ে মহাকাশে পাড়িও দিয়েছেন ছবির পরিচালক এবং এক অভিনেত্রী। সঙ্গে গিয়েছে দুই মহাকাশচারী। রাশিয়ার এই ক্রু যাবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানেই হবে ছবির শুটিং। প্রথমবার মহাকাশে কোনও সিনেমার শুটিং হবে। Soyuz MS-19 স্পেসক্র্যাফট অর্থাৎ মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছে এই রাশিয়ান ক্রু। মঙ্গলবার ৫ অক্টোবর ভারতীয় সময় বিকেল ৫টা ৪২ মিনিটে উৎক্ষেপণ হয়েছে এই মহাকাশযান। পৃথিবীকে প্রায় ৩৪৫ কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করবে এই স্পেসক্র্যাফট।
যে সিনেমার শুটিং মহাকাশে হতে চলেছে তার নাম ‘দ্য চ্যালেঞ্জ’। এক ডাক্তারের গল্প বলা হবে এই সিনেমায়। এই চরিত্রে অভিনয় করেছেন রাশিয়ান অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ। এই অভিনেত্রীও গিয়েছেন মহাকাশে। ১২ দিনের এই মিশন প্রথম অল সিভিলিয়ান ক্রু রকেট মহাকাশে যাওয়ার পর সম্পন্ন হয়েছে। স্পেস এক্সের তৈরির করা ক্যাপস্যুল এবং রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি দিয়েছিল প্রথম বেসামরিক ক্রু (first all-civilian crew )। উল্লেখ্য, এই স্পেস এক্স সংস্থার নির্মাতা হলেন ইলন মাস্ক।
চলতি বছরের শুরুতে অভিনেতা টম ক্রুজ নাসা এবং স্পেস এক্সের সঙ্গে মিলিত হয়ে একটি হলিউড প্রোজেক্ট ঘোষণা করেছেন। তারও অনেক আগে মহাকাশে রাশিয়ার এই সিনেমার শুটিং হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, রাশিয়া প্রথমে সোভিয়েত ইউনিয়ন হিসেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশের বিভিন্ন অভিযানে মাইলস্টোন তৈরি করার জন্য জোরদার প্রতিযোগিতায় নেমেছেন। রাশিয়ায় প্রথম মহাকাশে একজন মহিলা এবং পুরুষ পাঠিয়েছিল। কিন্তু নাসা চন্দ্রপৃষ্ঠে মহাকাশচারী পাঠিয়ে বাজিমাত করেছিল।
রাশিয়ান সিনেমা ‘দ্য চ্যালেঞ্জ’- এ যে ডাক্তারের কথা বলা হয়েছে, তাঁর কাজ মহাকাশে গিয়ে এক নভশ্চরের প্রাণ বাঁচানো। আর সেই জন্যই মহাকাশে শুটিং হচ্ছে। ইতিমধ্যেই স্পেসে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে গিয়েছেন দুই মহাকাশচারীও, যাঁদের আবার এই সিনেমায় দেখানো হবে। রাশিয়ার এই ছবির পরিচালক Klim Shipenko জানিয়েছেন, মঙ্গল গ্রহ নিয়ে একটি সিনেমার পরিকল্পনাও করছেন তিনি। জানা গিয়েছে, কাজাখস্থানের Baikonur cosmodrome থেকে রকেটের উৎক্ষেপণ করা হয়েছিল। এই রকেটের সাহায্যেই মহাকাশে পাড়ি দিয়েছেন ‘দ্য চ্যালেঞ্জ’ ছবির পরিচালক, অভিনেত্রী এবং দু’জন কসমোনট।
আরও পড়ুন- BB Comet: বিশালাকার ধূমকেতু ধেয়ে আসছে সৌরমণ্ডলের দিকে, এত বড় ধূমকেতু আগে দেখেনি মানবজাতি
আরও পড়ুন- Earth’s Brightness: ক্রমশ কমছে পৃথিবীর ঔজ্জ্বল্য! কারণ কী?
আরও পড়ুন- Mars Helicopter: নাসার মার্স হেলিকপ্টার Ingenuity- র ১৪তম উড়ানে দেরি, কিন্তু কেন?