2023-এ অনেক মহাজাগতিক ঘটনা ঘটেছে। আর নির্ধারিত সময় অনুযায়ী, গোটা বিশ্বের প্রচুর মানুষ আকাশের দিকে নজর রেখেছেন। তবে সব যে 2023-এই হয়ে গিয়েছে। এমনটা নয়। 2024 জ্যোতির্বিদ্যায় আগ্রহীদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। কারণ এ বছর আকাশে উল্কাপাত, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে 8 এপ্রিল সূর্যগ্রহণ। তবে ভারতে এটা দেখা যাবে না। তবে আপনি যদি কানাডা, আমেরিকা এবং মেক্সিকোতে থাকেন তবে আপনি এটি দেখতে পারেন। এটি হবে সম্পূর্ণ গ্রহন। অর্থাৎ এই সময়ে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে।
তাছাড়াও চলতি বছরে অরোরা (Aurora) দেখতে পাবেন। সোলার ম্যাক্সিমামের কারণে, এই বছর সৌর কার্যকলাপও খুব বেশি, যার কারণে মেরুতে স্বাভাবিকের চেয়ে বেশি অরোরা বা মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যাবে। অনেকের কাছের মেরুজ্যোতি জিনিসটা অজানা।
মেরুজ্যোতি কী?
মেরুপ্রভা বা মেরুজ্যোতি বা অরোরা ‘Aurora’ শব্দটি এসেছে রোমান পুরাণ থেকে। মেরু অঞ্চলে 80-300 কিমি উচ্চতায় একপ্রকার মৃদু বর্ণিল আলোকচ্ছটা দেখা যায়, যাকে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বা অরোরা বলে। উত্তর অক্ষাংশে এটি সুমেরুজ্যোতি বা সুমেরুপ্রভা নামে পরিচিত, এবং দক্ষিণ অক্ষাংশে একে বলা হয় কুমেরুজ্যোতি বা কুমেরুপ্রভা। মেরুজ্যোতি দেখার জন্য আদর্শ স্থান কী জানেন? কানাডার হাডসন উপসাগরের আশপাশ, উত্তর স্কটল্যান্ড, দক্ষিণ নরওয়ে এবং সুইডেনের আকাশ। তবে গোটা 2024 বছর জুড়ে চাঁদ আকাশে বিভিন্ন রূপে দেখা দেবে। সেই দিনগুলি দেখে নেওয়া যাক। এই এই দিন আপনি আস্ত চাঁদকে আকাশে দেখতে পাবেন।