AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন রেকর্ড, ২০২১-এর জানুয়ারিতে ‘মোস্ট ডাউনলোডেড অ্যাপ’ টেলিগ্রাম

মোট ডাউনলোডের ২৪ শতাংশ হয়েছে ভারতেই।

নতুন রেকর্ড, ২০২১-এর জানুয়ারিতে 'মোস্ট ডাউনলোডেড অ্যাপ' টেলিগ্রাম
পরিসংখ্যান বলছে, গত মাসে মোট ৬৩ মিলিয়ন লোক টেলিগ্রাম ডাউনলোড করেছেন।
| Updated on: Feb 06, 2021 | 7:38 PM
Share

নতুন বছরে নয়া রেকর্ড গড়ল টেলিগ্রাম অ্যাপ। সেনসর টাওয়ার-এর সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গিয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাসে বিশ্ব জুড়ে নন-গেমিং অ্যাপ সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে টেলিগ্রাম। মোট ডাউনলোডের ২৪ শতাংশ হয়েছে ভারতেই। মূলত হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি আপডেট হচ্ছে এবং সেই পরিবর্তন ইউজারদের ব্যক্তিগত তথ্য ফাঁস করতে পারে—- এমন কথা জানার পর থেকেই টেলিগ্রাম ডাউনলোডের হিড়িক পড়ে গিয়েছিল। সেই সুবাদেই নতুন রেকর্ড গড়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।

পরিসংখ্যান বলছে, গত মাসে মোট ৬৩ মিলিয়ন লোক টেলিগ্রাম ডাউনলোড করেছেন। যার মধ্যে ১৫ মিলিয়ন ভারতবাসী। আগের তুলনায় গত মাসে অর্থাৎ জানুয়ারিতে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ৪ গুণ বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে টিকটক। ভারতে অবশ্য টিকটক বরাবরের জন্য নিষিদ্ধ হয়েছে। অন্যদিকে তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে সিগন্যাল এবং ফেসবুক। আর পঞ্চম স্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ। প্রাইভেসি পলিসিতে বদল আনার খবর প্রকাশ্যে আসতেই হোয়াটসঅ্যাপ নিজের জায়গা খুইয়ে পঞ্চম স্থানে দাঁড়িয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে ইনস্টাগ্রাম।

টেলিগ্রাম অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ভারত। এর পরই রয়েছে ইন্দোনেশিয়া। মোট ডাউনলোডের ১০ শতাংশ হয়েছে ইন্দোনেশিয়া থেকে। অন্যদিকে টিকটক ডাউনলোড হয়েছে মোট ৬২ মিলিয়ন। এর মধ্যে ১৭ শতাংশ ডাউনলোড হয়েছে চিনে। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। মোট ডাউনলোডের ১০ শতাংশ হয়েছে আমেরিকায়।

এদিকে ২০২০ সালের ডিসেম্বর মাসে সেনসর টাওয়ার-এর পরিসংখ্যান অনুসারে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ ছিল টিকটক। সেই সময় প্রথম পাঁচে দেখাই পাওয়া যায়নি টেলিগ্রামের। এদিকে তখন দ্বিতীয় স্থানে ছিল হোয়াটসঅ্যাপ। অথচ মাত্র একমাসের মধ্যেই তিন ধাপ পিছিয়ে গিয়ে পঞ্চম স্থানে জায়গা হয়েছে এই মেসেজিং অ্যাপের।