Jio-র দেখাদেখি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে Vi-এর বিশাল অফার! 199 টাকার বেশি রিচার্জে 50GB ডেটা ফ্রি
12 অগস্ট থেকে শুরু হচ্ছে Vodafone Idea-র ফ্রি রিচার্জ অফারটি। স্বাধীনতা দিবস শেষ হওয়ার পরেও কয়েক দিন এই অফারটি চালু থাকবে। আসলে এই প্ল্যানে রিচার্জের দিক থেকে কোনও ফ্রি অফার মিলবে না। 199 টাকার উপরে যে কোনও Vi রিচার্জে ব্যবহারকারীরা পেয়ে যাবেন 50GB ডেটা।

Reliance Jio যেখানে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তার ব্যবহারকারীদের ফ্রি অফার দিচ্ছে, সেই দৌড়ে Vi বা Vodafone Idea-ই বা পিছিয়ে থাকবে কেন! স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভোডাফোন আইডিয়াও তার ব্যবহারকারীদের জন্য ফ্রি রিচার্জ অফার নিয়ে হাজির হয়েছে। কত টাকার প্ল্যানে কী অফার মিলছে, কত দিন পর্যন্তই বা সেই অফার পাওয়া যাবে, Vi Independence Day সংক্রান্ত সেই সব তথ্য জেনে নেওয়া যাক।
কবে থেকে কতদিন পর্যন্ত পাওয়া যাবে এই অফার
12 অগস্ট থেকে শুরু হচ্ছে Vodafone Idea-র ফ্রি রিচার্জ অফারটি। স্বাধীনতা দিবস শেষ হওয়ার পরেও কয়েক দিন এই অফারটি চালু থাকবে। আসলে এই প্ল্যানে রিচার্জের দিক থেকে কোনও ফ্রি অফার মিলবে না। তার পরিবর্তে মিলবে অতিরিক্ত পরিমাণ ফ্রি ডেটা। 18 অগস্ট পর্যন্ত ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীরা এই ফ্রি অফারটি পাবেন।
কী সুবিধা মিলবে এই অফারে
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে Vodafone Idea তার ব্যবহারকারীদের যে অফার দিচ্ছে, তা সত্যিই খুব উপকারী। এখন টেলিকম ব্যবহারকারীরা কোনও প্ল্যান রিচার্জ করলে সবথেকে বেশি করে যে অফারের অপেক্ষায় বসে থাকেন, ঠিক সেই অফারটিই পাওয়া যাবে। 199 টাকার উপরে যে কোনও Vi রিচার্জে ব্যবহারকারীরা পেয়ে যাবেন 50GB ডেটা। আর তার জন্য গ্রাহকদের এক টাকাও অতিরিক্ত হিসেবে খরচ করতে হবে না।
শুধু অতিরিক্ত ডেটাই নয়। সেই সঙ্গেই আবার 50 টাকা, 75 টাকা, 1449 টাকা এবং 3099 টাকা রিচার্জে ডিসকাউন্ট অফারও পেয়ে যাবেন কাস্টমাররা। রয়েছে আরও একটি দুর্ধর্ষ অফার। ইন্ডিপেন্ডেন্স ডে-র অফারে Vi গ্রাহকদের একটি রানিং স্পিন হুইলের বিকল্প দেওয়া হবে। এই অপশন আপনার জন্য নিয়ে আসা হবে Vi অ্যাপে। প্রত্যেক ঘণ্টায় থাকছে লাকি ড্র। সেই লাকি ড্রয়ে যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁদের মধ্যে থেকেই একজন বিজয়ী হবেন।
সেই বিজয়ীকে এক বছরের জন্য 3099 টাকার কমপ্লিমেন্টারি রিচার্জ প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হবে। এটি একটি বার্ষিক প্ল্যান, যা রিচার্জ করলে একজন Vi ব্যবহারকারী 1GB এবং 2GB অতিরিক্ত ডেটা হিসেবে ব্যবহার করতে পারেন। সেই সঙ্গেই আবার প্ল্যানটিতে SonyLiv এর সাবস্ক্রিপশন সহ অন্যান্য পরিষেবাও দেওয়া হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে Jio কী অফার দিচ্ছে
Jio-র স্বাধীনতা দিবসের প্ল্যানটি 2,999 টাকায় পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটিতে 365 দিনের বৈধতা দেওয়া হচ্ছে। আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100টি করে SMS পাঠানোরও সুবিধা রয়েছে প্ল্যানটিতে। তার থেকেও বড় কথা হল, এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন 2.5GB ডেটা পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
