পিসিওডি
পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডি। মূলত হরমোনের ভারসাম্যহীনতা এবং বংশগত কারণে পিসিওডি-এর সমস্যা দেখা দেয়। হরমোনের তারতম্যের কারণে ডিম্বাশয়ে ছোট-ছোট সিস্ট তৈরি হয়। ঋতুস্রাবের সময় ডিম্বাশয় অপরিণত ডিম্বাণু নির্গত করে। এর জেরেই ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয়। পিসিওডি-তে ভুগলে দেহে পুরুষ হরমোন নিঃসরণের মাত্রা বেড়ে যায়। অনিয়মিত ঋতুস্রাব, ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত, ওজন বৃদ্ধি, চুল পড়া, ব্রণ, ত্বকে তেলতেলে ভাব বেড়ে যাওয়া, ত্বকে লোমের আধিক্য, তলপেটে ব্যথা, মানসিক অবসাদ ইত্যাদি পিসিওডি-এর উপসর্গ। অনেক ক্ষেত্রে পিসিওডি থাকলে গর্ভধারণেও সমস্যা হয়। ঋতুস্রাবকে নিয়মিত করতে গর্ভনিরোধক ওষুধ, ডায়াবেটিসকে প্রতিরোধ করতে অ্যান্টি-ডায়াবেটিস ওষুধ এবং বেশ কিছু হরমোনের ওষুধ দিয়ে পিসিওডি-এর চিকিৎসা করা হয়। পাশাপাশি শরীরচর্চা, ওজন কমানো ও স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার মাধ্যমে পিসিওডি-এর উপসর্গকে নিয়ন্ত্রণে রাখতে হয়।