Triple Ride in Bike: ৩ জন বাইকে একদম নয়…

Jun 07, 2023 | 3:51 PM

Bike Ride: ভারতের রাস্তায় প্রতিদিন ১.৫ কোটি বাইক চলে। বাইকের পথ দুর্ঘটনা এড়াতে সচেষ্ট কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। ট্র্যাফিক আইন মোতাবেক বাইকে রাইডার ছাড়া একজন পিলিয়ন বসতে পারেন।

ভারতের রাস্তায় প্রতিদিন ১.৫ কোটি বাইক চলে। বাইকের পথ দুর্ঘটনা এড়াতে সচেষ্ট কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। ট্র্যাফিক আইন মোতাবেক বাইকে রাইডার ছাড়া একজন পিলিয়ন বসতে পারেন। কোনও বাইকে তবু দেখা যায় তিনজন সওয়ারি। এটা কিন্তু ট্র্যাফিক আইনে গুরুতর অপরাধ। এর জেরে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। রাজ্য ভেদে এই জরিমানা বাড়তেও পারে। রাইডারের লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। সাধারণত দেখা যায় ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি দেকঝা যায়। সে ক্ষেত্রে পুলিশ বলছে এই ধরনের ট্রিপল রাইড বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি। শুধু যারা ট্রিপল রাইড করেন তারাই নয় অন্য চালকদেরও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এতে। চালকের বাইকের ওপর নিয়ন্ত্রণ কমে যায়। রিয়ার ভিউ মিররে অনেক সময়ে ঠিকঠাক দেখা যায় না রাস্তা। অন্যদিকে ট্রিপল রাইড করলে চাপ পড়ে মোটর সাইকেলের ইঞ্জিনে। ফলে বাড়ে জ্বালানি ও ইঞ্জিনের মেইনটেনেন্সের খরচ। বেশিদিন এরকম করলে বাইকের মাইলেজ কমে দ্রুত।