Haripal News: ছেলেকে উদ্ধার করতে মা ওড়িশায়!
Odisha News: সরকারিভাবে উদ্ধার কাজ শেষ হয়ে গেছে বলা হলেও বিভিন্ন পরিবার তাদের নিখোঁজ পরিজনের খোঁজ চালিয়ে যাচ্ছেন। যেমন এই ধরুন গোপাল হর। হুগলি জেলার পানিশ্যাওলা গ্রাম, হরিপাল থানা। যাচ্ছিলেন হায়দ্রাবাদ। অতনু কিস্কু, তাপস কিস্কু, রোহিত হেমব্রম, গোপাল হেমব্রম।
সরকারিভাবে উদ্ধার কাজ শেষ হয়ে গেছে বলা হলেও বিভিন্ন পরিবার তাদের নিখোঁজ পরিজনের খোঁজ চালিয়ে যাচ্ছেন। যেমন এই ধরুন গোপাল হর। হুগলি জেলার পানিশ্যাওলা গ্রাম, হরিপাল থানা। যাচ্ছিলেন হায়দ্রাবাদ। অতনু কিস্কু, তাপস কিস্কু, রোহিত হেমব্রম, গোপাল হেমব্রম। চারজন আহত, হাসপাতালে ভর্তি। খোঁজ পাওয়া যাচ্ছে না একজনের। ওড়িশার হাসপাতাল থেকে নিয়ে আসা হল হরিপালের হসপিটালে এডমিট করানো হয়েছিল আজকে হরিপাল থানা থেকে রেফার করা হয়েছে চুঁচুড়া হসপিটালে। গোপাল হেমব্রমের বাড়ি, মা এবং ওর বাড়ির আত্মীয়রা আবারও উড়িষ্যায়। গোপালের খোঁজে। বাড়িতে ভেঙে পড়েছেন বৃদ্ধা ঠাকুমা। এলাকা থমথমে, অন্যরা ফিরেছে। ফেরেনি শুধু গোপাল। খবর নিতে বার বার প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার, যদি কিছু পাওয়া যায়। বারবার নিরাশ হতে হয়েছে।