Skin Care Routine: এই বরফে কমবে ত্বকের সমস্যা!

Jun 07, 2023 | 4:42 PM

Skin Care: গ্রীষ্মকাল এলেই ত্বকে একাধিক সমস্যা দেখা যায়। ত্বকে দেখা যায় তেলতেলে ভাব। ত্বকের যত্ন নেওয়া খুব দরকার। মুখে ব্যবহার করতে পারেন অ্যালো আইস। এই আইস বানাতে হবে অ্যালোভেরা জেল দিয়ে।

গ্রীষ্মকাল এলেই ত্বকে একাধিক সমস্যা দেখা যায়। ত্বকে দেখা যায় তেলতেলে ভাব। ত্বকের যত্ন নেওয়া খুব দরকার। মুখে ব্যবহার করতে পারেন অ্যালো আইস। এই আইস বানাতে হবে অ্যালোভেরা জেল দিয়ে। এই ভাবে তৈরি বরফ ঘষতে পারেন মুখে। কমবে আপনার ত্বকের সমস্যা। এই বরফ ঘষলে ত্বক পুষ্টি পাবে। ত্বককে হাইড্রেটেড করতে এই বরফ সাহায্য করে। ব্রণর সমস্যা থাকলে সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন। অ্যালোভেরা দিয়ে তৈরি বরফ ঘষলে কিছুটা আরামও পাবেন। ত্বকের ডার্ক সার্কেল কমাতে বরফ সাহায্য করে। ত্বকে বরফ ঘষলে অনেক উপকার পাওয়া যায়। ত্বকের প্রদাহ কমিয়ে দেয় বরফ। অ্যালোভেরার মধ্যে আছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। ত্বকের ক্ষত সারাতে অ্যালোভেরা সাহায্য করে। ত্বকে ব্রণের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এই অ্যালো আইস বানাতে অ্যালোভেরার পাতা ডুবিয়ে রাখতে হবে জলে। বিষাক্ত হলুদ রস এই পাতা থেকে বেড়িয়ে যাবে জলে ডুবিয়ে রাখলে। ছাড়িয়ে নিতে হবে পাতার খোসা। এরপর বার করতে হবে অ্যালোভেরা জেলটা। মিক্সিতে ব্লেন্ড করলেই তৈরি হবে থকথকে জেল। সেই জেল বরফ তৈরির পাত্রে ঢালতে হবে। ফ্রিজে রেখে বরফ তৈরি করতে হবে। এইভাবেই তৈরি হয়ে যাবে অ্যালো আইস।