Asteroid Effect On Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে ২টি গ্রহাণু
পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে যদি ভূপৃষ্ঠে এসে পড়ে ওই গ্রহাণু কী হবে? বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে জ্বলতে শুরু করে গ্রহাণু। অনেকসময়ে পুরোপুরি জ্বলে ছাই হয়ে যায় গ্রহাণু।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি সতর্কতা জারি করেছে। দুটি গ্রহাণু বা অ্যাস্টরয়েড আছড়ে পড়তে চলেছে পৃথিবীতে। ঘণ্টায় হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসা এই গ্রহাণুগুলো আসলে বড় পাথরের খণ্ড। পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে যদি ভূপৃষ্ঠে এসে পড়ে ওই গ্রহাণু কী হবে? বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে জ্বলতে শুরু করে গ্রহাণু। অনেকসময়ে পুরোপুরি জ্বলে ছাই হয়ে যায় গ্রহাণু। গ্রহাণু ছাড়াও পৃথিবীতে ধেয়ে আসে উল্কাপিণ্ড। বাতাসে ছাই না হলে জ্বলন্ত উল্কাপিণ্ড মাটিতে আছাড় খায়। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানীদের মতে দুটি গ্রহাণুর আয়তন ২৩ ও ৮৩ ফুট। প্রথমটি ২৩ ফুটের 2023 JT4 । এর থেকে পৃথিবীর খুব একটা আশঙ্কা নেই । এই গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে যাবে । দূরত্ব হবে ১,৯৪০,০০০ কিলোমিটার । আকার ছোট হওয়ায় এর থেকে খুব একটা সমস্যা হবে না পৃথিবীর। অন্য গ্রহাণু Asteroid 2023 JW3 আকারে অনেকটা বড় হওয়ায় আশঙ্কা বেশি। তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন এর থেকেও খুব একটা বিপদ নেই পৃথিবীর। পৃথিবী থেকে ৩,২৩০,০০০ কিলোমিটার দূরে অবস্থান গ্রহাণুটির। সম্প্রতি আমেরিকার নিউ জার্সির হোপওয়েলে একটি বাড়িতে উল্কাপিণ্ড পড়ে। টুকরোটির ওজন ১কেজি ৮০০ গ্রাম।