Viral Video: বাইক চড়ে যাচ্ছেন ২ ব্যক্তি, কোলে আরও একটি বাইক! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, ২জন লোক একটি বাইকে আরেকটি বাইককে তুলে নিয়ে যাচ্ছেন। আপনি লোক দু’টির ক্ষমতা দেখে আবাক হবেন। পিছনে বসা ব্য়ক্তিটি একটুও তার ব্য়লেন্স হারাচ্ছেন না
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, ২জন লোক একটি বাইকে আরেকটি বাইককে তুলে নিয়ে যাচ্ছেন। আপনি লোক দু’টির ক্ষমতা দেখে আবাক হবেন। পিছনে বসা ব্য়ক্তিটি একটুও তার ব্য়লেন্স হারাচ্ছেন না। আপনিই ভেবে নিন একটি বাইকের ওজন কতটা হওয়া সম্ভব। বাইকটিও বেশ দ্রুত গতিতেই চলছে। প্রায়শই আপনি আপনার চারপাশে ওভারলোডেড যানবাহন দেখেছেন। কিন্তু তাবলে বাইকে চেপে অন্য় একটি বাইক যাচ্ছে,এমন দেখেছেন কখনও?। এই ভিডিয়োটি টুইটারে সিরাজ নূরানী নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত ১ হাজারেরও বেশি ভিউ হয়েছে। এক ব্যক্তি এই কাণ্ড দেখে কমেন্টে লিখেছেন,‘আমি শুধু এটা দেখে অবাক হচ্ছি যে,ওনারা গাড়িটাকে চালাতে পারছেন কী করে’।
Published on: Mar 23, 2023 05:13 PM