Loading video

Viral Video: পার্ক করতে গিয়ে বাড়ির দরজাতেই ধাক্কা স্কুটির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 23, 2023 | 5:03 PM

হাসনা জারুরি হ্যায় নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ এই ক্লিপটি দেখেছেন

সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি মেয়ে হেলমেট পরে স্কুটার চালাচ্ছে। তাকে দেখে মনে হবে সে পার্কিং করার চেষ্টা করছে। কিন্তু তারপরেই দেখবেন স্কুটারটিকে ব্যাক করছে। সেই ব্য়াক করতে গিয়েই হঠাৎ সে স্কুটার ব্রেক চাপার বদলে এক্সিলারেটর ঘুরিয়ে দেয়। তারপরে স্কুটারটি একটি দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। এই কাণ্ড দেখে সেখানে কয়েকজন লোক চলে আসে। আর তারা স্কুটারটিকে নামানোর চেষ্টা করে। হাসনা জারুরি হ্যায় নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ এই ক্লিপটি দেখেছেন। এক ব্যবহারকারী লিখেছেন,‘এসব দেখে আমার স্কুটার চালানোর ইচ্ছেটাই চলে গেল’। এক ব্য়ক্তি মজা করে কমেন্ট করেছেন,‘যাই হোক না কোন,ওনাকে কিন্তু দোষ দেওয়া যাবে না’।

Published on: Mar 23, 2023 05:03 PM