Kamarhati School News: স্কুলের ভেতর ২০০ বছরের মূর্তি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 11, 2023 | 1:33 PM

কামারহাটি সাগর দত্ত হাইস্কুলের বন্ধ গুদামঘর থেকে ২০০ বছরের পুরনো এক মূর্তি উদ্ধার করল স্কুল কর্তৃপক্ষ।গঠন দেখে বোঝা যাচ্ছে মূর্তিটি কোনো রানীর। ২০০ বছরের পুরনো মূর্তিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে স্কুল চত্বরে।

কামারহাটি সাগর দত্ত হাইস্কুলের বন্ধ গুদামঘর থেকে ২০০ বছরের পুরনো এক মূর্তি উদ্ধার করল স্কুল কর্তৃপক্ষ।গঠন দেখে বোঝা যাচ্ছে মূর্তিটি কোনো রানীর। ২০০ বছরের পুরনো মূর্তিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে স্কুল চত্বরে। ২০০ বছরের এই প্রাচীন মূর্তিটিকে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটার জেনারেল অফিসিয়াল ট্রাস্টি বোর্ড এর হাতে তুলে দিল সাগর দত্ত হাইস্কুল কর্তৃপক্ষ। প্রাচীন এই মূর্তিটিকে ঘিরে ২০০ বছর আগেকার ইতিহাস জড়িয়ে রয়েছে। এই মূর্তি নিয়ে গবেষণা করে অনেক প্রাচীন যুগের কথা জানতে পারবে গবেষকরা এমনটাই আশা রাখছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। প্রাচীন 200 বছরের এই মূর্তি উদ্ধারকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। প্রাচীন এই মূর্তিটিকে রাজ্য সরকারের জুডিশিয়াল মিউজিয়ামে রাখা হবে এমনটাই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক