Indian Army News: চিন সীমান্তে কাকদ্বীপের জওয়ানের মৃত্যু
ভারত-চীন সীমান্তে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল কাকদ্বীপের বাসিন্দা এক সেনা জওয়ানের। গত ৮ আগস্ট ডিউটিরত অবস্থায় ভারত-চীন সীমান্তে পূর্ব সিকিমের নাতুলাতে গভীর খাদে গাড়ি পড়ে যায় সেনা জওয়ানদের একটি গাড়ি। সেই গাড়িতে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের রাজনগর শ্রীনাথগ্রামের বাসিন্দা সমিত মাইতি (৩৫)।
ভারত-চীন সীমান্তে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল কাকদ্বীপের বাসিন্দা এক সেনা জওয়ানের। গত ৮ আগস্ট ডিউটিরত অবস্থায় ভারত-চীন সীমান্তে পূর্ব সিকিমের নাতুলাতে গভীর খাদে গাড়ি পড়ে যায় সেনা জওয়ানদের একটি গাড়ি। সেই গাড়িতে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের রাজনগর শ্রীনাথগ্রামের বাসিন্দা সমিত মাইতি (৩৫)। বৃহস্পতিবার সন্ধেতে সমিতের কফিনবন্দী দেহ এসে পৌঁছায় পরিবারের কাছে। সেনা জওয়ানকে শেষবারের জন্য দেখতে বাড়িতে উপচে পড়েছিল মানুষের ভিড়। মাইতি পরিবারের বড় সন্তান ছিলেন সমিত মাইতি। গত বৈশাখ মাসে ছুটি নিয়ে বাড়িতে ফিরেছিলেন তিনি। দুর্ঘটনার দিন সকালে বাবা-মা এবং স্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয়েছিল সমিতের। তারপর বিকেলে পরিবারের কাছে তার মৃত্যুর সংবাদ পৌঁছায়।