Fire In Duttapukur: দত্তপুকুরে ভয়াবহ আগুন
ভয়াবহ অগ্নিকাণ্ড দত্তপুকুর এ জানা যায় দত্তপুকুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় একটি ফিনাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সূত্রের খবর দত্তপুকুর পালপাড়া মৃৎ শিল্পীর জন্য বিখ্যাত এবং একটি ফিনাইল কারখানায় রাতের অন্ধকারে আগুন লেগে যায়।
ভয়াবহ অগ্নিকাণ্ড দত্তপুকুর এ জানা যায় দত্তপুকুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় একটি ফিনাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সূত্রের খবর দত্তপুকুর পালপাড়া মৃৎ শিল্পীর জন্য বিখ্যাত এবং এই এলাকা ঘনবসতি সেখানে একটি ফিনাইল কারখানায় রাতের অন্ধকারে আগুন লেগে যায় তবে কোথা থেকে কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় মানুষজনের দাবি কারখানায় এর আগেও দুবার আগুন লেগেছে তবে বারে বারে ফিনাইল কারখানাতে আগুন লাগায় যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার সাধারণ মানুষ। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন আনুমানিক চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফিনাইল কারখানা বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে জানিয়ে মেলেনি কোন সুরাহা এমনটাই অভিযোগ এলাকাবাসীর।