Giant Iphone: ৮ ফুটের বিশাল আই ফোন

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 03, 2023 | 5:16 PM

ইউটিউবার ম্যাথিউ বিম তৈরি করেছেন একটি বিশাল আই ফোন। খেলনা নয়। এই ফোন সক্রিয় এবং এর স্ক্রিন একটি ৫৫ ইঞ্চি টিভির চেয়েও বড়। ফোনটি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া বিম তাঁর ইউটিউব চ্যানেলে দেখিয়েছেন।

ইউটিউবার ম্যাথিউ বিম তৈরি করেছেন একটি বিশাল আই ফোন। খেলনা নয়। এই ফোন সক্রিয় এবং এর স্ক্রিন একটি ৫৫ ইঞ্চি টিভির চেয়েও বড়। ফোনটি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া বিম তাঁর ইউটিউব চ্যানেলে দেখিয়েছেন। ইউটিউবার ম্যাথিউ বরাবরই বড় লার্জার দ্যান লাইফ জিনিস তৈরি করেন। তাঁর ইউটিউব চ্যানেলে সেই ভিডিও দেখান তিনি। একটি মেটাল ফ্রেমে ফোনটি তৈরি। এর গা ম্যাট ও রিফ্লেক্টিভ। ফোনে আছে ভলিউম, মিউট ও লক বাটন। আছে ফ্রন্ট ক্যামেরা এবং ফেস টাইম। ডিসপ্লে টাচ প্যানেল এবং অন্য ফিচার আসল ফোনেই মতো। বড় ফোনের সব অ্যাপ চলে এই ফোনে। এর আগে ২০২০তে আর এক ইউটিউবার ৬ফুটের আই ফোন তৈরি করেন। এই ফোনটি সেই রেকর্ড ভেঙে দিল।

Published on: Jul 03, 2023 05:04 PM