Sea Monster: ৮ কোটি বছর আগের সমুদ্র দানব!
২০২৩ ফেব্রুয়ারিতে সাইক্লোন গ্যাব্রিয়েল আছড়ে পড়ে নিউজিল্যান্ডের উত্তরে। গ্যাব্রিয়েলের ধ্বংসলীলায় তছনছ হয়ে যায় ওই অঞ্চল। কিন্তু তারপর বেশকিছু পাথরে বিজ্ঞানীরা কিছু জীবাশ্মের সন্ধান পান। সেই জীবাশ্মগুলি ইলাসমোরাস প্রজাতির বলে প্রত্নবিদদের মত।
২০২৩ ফেব্রুয়ারিতে সাইক্লোন গ্যাব্রিয়েল আছড়ে পড়ে নিউজিল্যান্ডের উত্তরে। গ্যাব্রিয়েলের ধ্বংসলীলায় তছনছ হয়ে যায় ওই অঞ্চল। কিন্তু তারপর বেশকিছু পাথরে বিজ্ঞানীরা কিছু জীবাশ্মের সন্ধান পান। সেই জীবাশ্মগুলি ইলাসমোরাস প্রজাতির বলে প্রত্নবিদদের মত। প্যালিওনটোলজিস্টদের মতে ৮ কোটি বছরের পুরনো এই ফসিল। ইলাসমোরাস প্রজাতির প্রাণীটির গলা ছিল ৪৫ ফুট লম্বা। তারা ছিল গভীর সমুদ্রের শিকারি। ঘাড়ে ছিল ৭০টিরও বেশি হাড়। তাদের গলা তাই ঘুরত শরীরের চারপাশে। জলের পরিবেশের উপযুক্ত এই শিকারির দেহে ছিল ৪টি ফ্লিপার। কচ্ছপের মত দেহ, আর জিরাফের মত গলা। ইলাসমোরাসকে করে তোলে সমুদ্রের ত্রাস। ২০১৫এ এরকমই এর একটি জীবাশ্ম পাওয়া যায় এই প্রজাতির। সেই সময়ে ইলাসমোরাস প্রজাতির চোয়ালের হাড় পাওয়া যায়।
Latest Videos