BSNL Recharge Plans: ১৯৯ টাকায় ৭৩০ জিবি ডেটা দিচ্ছে কে?

BSNL Recharge Plans: ১৯৯ টাকায় ৭৩০ জিবি ডেটা দিচ্ছে কে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 03, 2023 | 3:14 PM

বিএসএনএল এনেছে কয়েকটি আকর্ষণীয় রিচার্জ অফার। এই প্ল্যানগুলি বার্ষিক ভিত্তিতে রিচার্জ করতে হয়। ২৩৯৯ টাকায় যে প্ল্যানটি তাতে কী কী পাওয়া যাচ্ছে দেখুন। প্রতিদিন ২ জিবি করে ডেটা। সারা বছরে এভাবে পাওয়া যাবে ৭৩০ জিবি ডেটা।

বিএসএনএল এনেছে কয়েকটি আকর্ষণীয় রিচার্জ অফার। এই প্ল্যানগুলি বার্ষিক ভিত্তিতে রিচার্জ করতে হয়। ২৩৯৯ টাকায় যে প্ল্যানটি তাতে কী কী পাওয়া যাচ্ছে দেখুন। প্রতিদিন ২ জিবি করে ডেটা। সারা বছরে এভাবে পাওয়া যাবে ৭৩০ জিবি ডেটা। তার সঙ্গে আছে আনলিমিটেড ভয়েস কলিং। প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানো যাবে এই প্ল্যানে। আছে ১ মাসের পার্সোনালাইজড রিং ব্যাক টোন। ৩ মাসের জন্য ইরোজ নাও ওটিটি। এক মাসের জন্য বিনামূল্যে পাওয়া যাবে লোকধূন। খরচের নিরিখে প্ল্যানটির খরচ মাসিক ১৯৯ টাকা। ২৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে আর একটি বার্ষিক প্ল্যান। প্রতিদিন ৩ জিবি করে ডেটা এই প্ল্যানে। ১০৯৫ জিবি ডেটা পাওয়া যাবে ভ্যালিডিটি পিরিয়ডে। সঙ্গে আছে আনলিমিটেড ভয়েস কলিং। প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানো যাবে এই প্ল্যানে। খরচের নিরিখে প্ল্যানটির খরচ মাসিক ২৫০ টাকারও কম।