Job Market: আগামী ৫ বছরে বেকার হবে ৮ কোটি ৩০ লক্ষ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 04, 2023 | 6:37 PM

ফিউচার অব জবস’ শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক বছরে নতুন চাকরির সুযোগের পরিবর্তে ছাঁটাই বেশি হবে। রিপোর্ট বলছে ২০২৭ পর্যন্ত গোটা বিশ্বে প্রায় ৮ কোটি ৩০ লক্ষ মানুষ চাকরি হারাতে পারেন। দুর্বল অর্থনীতি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে স্বাগত জানানোয় বিশ্বজুড়ে চাকরির বাজারে মন্দা আসছে । বিশ্বে ৮০০র বেশি সংস্থার মূল্যায়ণ করে এই রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। যেমন চাকরি যাবে, তেমন আগামী ৫ বছরে প্রায় ৬ কোটি ৯০ লক্ষ চাকরিও তৈরি হতে পারে

অতিমারির পর বিশ্বের একাধিক দেশে আর্থিক মন্দা। ছাঁটাইয়ের পথে হেঁটেছে একাধিক বহুজাতিক সংস্থা। গত কয়েক মাসে কর্মী ছাঁটাই করেছে গুগল, মেটা ও টুইটারের মতো টেক জায়েন্ট। চাকরির এই অনিশ্চয়তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি এখনও। কর্মীদের চিরতরে ছুটি দিয়েছে বহু সংস্থা। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের রিপোর্ট বলছে, আগামী ৫ বছরে ৮ কোটি ৩০ লক্ষ চাকরি জন হারাতে পারেন । ‘ফিউচার অব জবস’ শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক বছরে নতুন চাকরির সুযোগের পরিবর্তে ছাঁটাই বেশি হবে। রিপোর্ট বলছে ২০২৭ পর্যন্ত গোটা বিশ্বে প্রায় ৮ কোটি ৩০ লক্ষ মানুষ চাকরি হারাতে পারেন। দুর্বল অর্থনীতি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে স্বাগত জানানোয় বিশ্বজুড়ে চাকরির বাজারে মন্দা আসছে । বিশ্বে ৮০০র বেশি সংস্থার মূল্যায়ণ করে এই রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। যেমন চাকরি যাবে, তেমন আগামী ৫ বছরে প্রায় ৬ কোটি ৯০ লক্ষ চাকরিও তৈরি হতে পারে। ব্যাঙ্ক টেলার, হিসাব রক্ষক এবং ডেটা এন্ট্রি ক্লার্কের মতো কেরানি বা সেক্রেটারি পদে চাকরি দ্রুত কমবে। প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের কারণেই বাজারে এই পরিস্থিতির সৃষ্টি হবে। কর্মসংস্থান বাড়বে যে যে ক্ষেত্রে ডেটা অ্য়ানালিস্ট এবং বিজ্ঞানী, বিগ ডেটা স্পেশ্যালিস্ট, এআই মেশিন লার্নিং স্পেশ্যালিস্ট এবং সাইবার সিকিউরিটি। পেশাদারদের কর্মসংস্থান ২০২৭ এর মধ্যে গড়ে ৩০ % বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস।