Adani: কোন শিল্পে আদানির বিনিয়োগ ৯০০৪ কোটি?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 03, 2023 | 7:23 PM

আগামী বছরের মার্চ মাসে আদানি গ্রুপ তামা তৈরি করবে। আদানি গ্রুপের একটি সহযোগী সংস্থা হল কচ্ছ কপার লিমিটেড। এই সংস্থা শুরু করেছে গ্রিনফিল্ড কপার শোধনাগার প্রকল্প। জানা গিয়েছে,বছরে এই সংস্থা ১ মিলিয়ন টন তামা তৈরি করবে ২টি ধাপে। এই প্রকল্পটি করতে আদানি গ্রুপ খরচ করেছে প্রায় ৯০০৪ কোটি টাকা। প্রথম ধাপে তামা তৈরি করা হবে ০.৫ মিলিয়ন টন ।

আগামী বছরের মার্চ মাসে আদানি গ্রুপ তামা তৈরি করবে। আদানি গ্রুপের একটি সহযোগী সংস্থা হল কচ্ছ কপার লিমিটেড। এই সংস্থা শুরু করেছে গ্রিনফিল্ড কপার শোধনাগার প্রকল্প। জানা গিয়েছে,বছরে এই সংস্থা ১ মিলিয়ন টন তামা তৈরি করবে ২টি ধাপে। এই প্রকল্পটি করতে আদানি গ্রুপ খরচ করেছে প্রায় ৯০০৪ কোটি টাকা। প্রথম ধাপে তামা তৈরি করা হবে ০.৫ মিলিয়ন টন ।অ্যালুমিনিয়াম ও ইস্পাত ধাতুর চাহিদা সব থেকে বেশি । টেলিকম ও বৈদ্যুতিক যানের চাহিদা বেড়ে যাওয়ার জন্য তামার চাহিদাও বেড়েছে। ভারত তামার এই বিপুল চাহিদা মেটাতে পারছে না। এই জন্য তামা আমদানির পরিমাণ বেড়েছে। ভারত ২০২৩ অর্থবছরে তামা আমদানি করেছে ১ লাখ ৮১ হাজার টন। তামা রফতানি করেছে ৩০ হাজার টন। মনে করা হচ্ছে ২০২৭ সালে তামা তৈরির পরিমাণ হবে ১.৭ মিলিয়ন টন।